Tuesday, March 31, 2015

"সুন্দরকে দেখো দিয়ে অন্তর"

"সুন্দরকে দেখো দিয়ে অন্তর"
মিজানুর ভূঁইয়া


ছোঁয়া গেলেই ভালবাসা যাবে
আর ছোঁয়া না গেলে ভালবাসা যাবেনা
এমনতো কথা নয়!
ভাল লাগার সুখ, চোখের ও মনের।
আকাশের তাঁরার পানে চেয়ে
মনে যে সুখ জাগে
তাকে কাছে পাইনি বলে
কখনোইতো মনে দুঃখ হয়নি। 
বাগানের ফুটন্ত ফুলকে দেখে
মনে যে আনন্দ শিহরণ জাগে 
তাই বলে; তাকে তুলে নেবার
ইচ্ছেতো কখনোই হয়নি।
দোল খেলানো ঢেউয়ের মাতম
সমুদ্র সৈকতে বসে
যতোটুকু উপভোগ করা যায়
কাছে গিয়ে তা হয়না।
সুন্দরকে উপভোগ করতে হয়
দূর থেকে, কাছে গিয়ে নয়। 
সুন্দরকে সাজিয়ে রাখতে হয়
মনের চারিপাশে, স্বযতনে।
================
৩১ মার্চ ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ

Wednesday, March 25, 2015

"রক্তগঙ্গায় কেনা স্বাধীনতা"

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ ও আত্মত্যাগী 
সদস্য ও পরিবার পরিজনদের প্রতি রইলো আমাদের
পরম শ্রদ্ধা ও বিনয়ঃ-


"রক্তগঙ্গায় কেনা স্বাধীনতা"
মিজানুর ভূঁইয়া 




রক্তের সাগর পেরিয়ে পেয়েছি স্বাধীনতার স্বাদ
দুঃসহ যন্তনায় বিনিদ্র কেটেছে কতো রাত।
সন্তান হারিয়ে কেঁদেছে মা, ভাই হারিয়ে বোন
নদী নালায় ঝোপ জঙ্গলে কেটেছে কারো জীবন। 
সম্ভ্রম হারিয়ে স্বাধীনতা এনেছে লক্ষ মা ও বোন
প্রানের দামে কেনা মোদের এই স্বাধীন কেতন।
স্বাধীনতা শুধুই ছিলনা একটি রাতের স্বপন
অনেক ত্যাগের বিনিময়ে হলো বীজ বপন।
পুড়লো কতো  ঘর-বাড়ি, পুড়লো মানুষের দেহ
অসহায় মানুষগুলো শোকে তাপে হয়েছিল দাহ।
অফিস পুড়লো, ব্যাঙ্ক পুড়লো, পুড়লো রাস্তা ঘাট
নিরন্ন ও বস্রহীন কেটেছে শীত ও গ্রীষ্মের দিন রাত।
মুল্য দিতে হয়েছে যাদের তারাই শুধু জানে
ব্যাথার সেই করুন বাঁশি আজও বাজে তাদের প্রাণে।
আয়েশ করা খায়েশীরা তখন যেমন ছিলো
এখনও তারা একইভাবে সব লুটে-পুটে নিলো।
শ্রেণীভেদের ভল্লুকী খেল আজও যদি চলে
রক্তে কেনা  স্বাধীনতা যাবে বিফলে। 
রক্ত গঙ্গায় নিজের জীবন ভাসিয়ে যারা দিলো 
 স্বাধীনতার মূল্য  স্বাদ তারা কি পেলো ?
====================
২৫ মার্চ ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ

Friday, March 20, 2015

গনজাগরণী ও মানবতাবাদী গান:-৫

গনজাগরণী ও মানবতাবাদী গান:-৫
***সমবেত কন্ঠের গান****


শান্তি হৃদয়ে করে বসবাস
করোনা তার কোনো সর্বনাস
শান্তির অন্নেষণে  চলছে সব মানুষ
নিজের কাছেই সকল স্বর্গ সুখ।।


আমরা গড়েছি এই সভ্যতা
আমাদের জেগে উঠতে হবে মানবতায়
সুর্য যেমন জেগে উঠে ঝলমলিয়ে
হৃদয়ে আশা জাগে প্রতিদিন
সেই আশাতে স্বপ্নগুলু হয় রঙিন।।


স্বর্গ আছে বলে সবাই জানে
খুঁজে পাবে তাহা এই  ভুবনে
রয়েছে স্বর্গ তোমার দু নয়নে ।।


শান্তি রয়েছে কোনখানে
খুঁজে পাবে রয়েছে এই মনে
এসো খোলো তোমার মনের দুয়ার
বিশ্বাস ফিরিয়ে আনো মনে তোমার
করতে পারো তুমি অনেক ভালো
জ্বালাও যদি তুমি মনের আলো।।

Monday, March 16, 2015

"সেদিন দেখেছি বাবার হাসিমাখা মুখ"


আমাদের পরম শ্রদ্ধেয় জন্মদাতা পিতা মনির উদ্দিন ভূঁইয়ার
১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার স্মৃতির প্রতি আমাদের
অগণিত শ্রদ্ধা নিদর্শন পূর্বক এই সামান্য স্মৃতিচারণঃ-
(বাবা ছিলেন দ্বিতীয় মহাযুদ্ধের একজন সৈনিক এবং পরবর্তিতে
বাংলাদেশ রেলওয়ের একজন ঊর্ধতন কর্মকর্তা)
 
 "সেদিন দেখেছি বাবার হাসিমাখা মুখ"
মিজানুর ভূঁইয়া
 
স্মৃতির মিনারে জমে থাকা হাজার স্মৃতি কথা
ভীড় করে অভ্যক্ত যন্ত্রণার সুরে এই মন কোণে ।
জানি; যা গত হয়ে গেছে, তা আর ফিরিবার নয়
তবুও সেই সুখ পরশ বেদনা হয়ে বিষিয়ে দেয় মন
যখন সেই মধুর মানুষটি চলে যায় ছেড়ে এই ভুবন।
একে একে ভাবনাগুলো এসে ভিড়ে মনের চারিপাশে
স্মৃতিমাখা দিনগুলো যেন চোখের পাতায় ভাসে ।
বাবার শাসনের আড়ালে গভীর মমতা আজও মনে পড়ে
মন ভরা সোহাগ আর ভালবাসা দিতেন উজাড় করে।
দেখেছি একদিন; যেদিন বাবা তার সহকর্মীদের সাথে
উচ্ছসিত প্রসংশা করছিলেন আমার মাধ্যমিক পরীক্ষার
ভালো ফলাফলে, মুহুর্তেই বুকখানা তার গর্বে উঠেছিল ফুলে
সেই দিনটির কথা আজও আমি যাইনি ভুলে।
এমনি কতোনা হাজার মিষ্টি মধুর ফেলে আসা স্মৃতি
একদিন আমাদের জীবনে ভরে দিয়েছিল আনন্দ ও প্রীতি।
সন্তানের ভালো অর্জনে  সকল মা বাবারই হৃদয় হাসে
সন্তান বুঝেনা তখন; বুঝে নিজের জীবনে যখন  সেই দিন আসে।
===============================
১৬ই মার্চ ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ

Thursday, March 5, 2015

"বাংলাদেশ তুমি এগিয়ে চলো'


 
"বাংলাদেশ তুমি এগিয়ে চলো"
মিজানুর ভূঁইয়া



বাংলাদেশ বার বার তুমি হেরে যাও
দুষ্ট ও নষ্ট রাজনীতির কাছে ।
তুমি আজও দিগ্বিজয়ী বিশ্ব দরবারে
তোমার ছেলেরা তুলে ধরে উর্ধ্বে
লাল-সবুজের ঐ পতাকা শীনা উঁচু করে।  
তুমি মুখ থুবড়ে পড় মতলবিদের হিংস্র শিকারে। 
তোমার সোঁনার ছেলেরা গৌরবের মালা
তুলে নেয় গলে, করছে দেশের মান উজালা।  
বাঙ্গালী আজ কুড়ায় মানিক-রতন সারা বিশ্ব জুড়ে
বলয়ী রাজনীতি আজ দেশটাকে করে দিচ্ছে খুঁড়ে। 
স্বপ্ন আজও জেগে আছে মানুষের দু'নয়ন ভরে
বাংলাদেশ একদিন দাড়াবেই মাথা উঁচু করে।
বাংলার ধ্বনি, বাংলার গান কাঁপিয়ে দিচ্ছে  বিশ্বময়
পৃথিবী জুড়ে চারিদিকে আজ বাংলার মাটির হচ্ছে জয়।  
ভেঙ্গে দাও আজ মতলোবিদের বিষ দাঁত
হয়ে যাক চির তরে সকল ষড়যন্ত্র কুপোকাত। 
বাংলার গৌরব, বাংলার সৌরভ রবে চিরদিন
সোঁনার মানুষ ভরে দিবে সোঁনায়, নয় বাকি বেশি দিন। 
==========================
০৫ মার্চ ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ