Monday, November 17, 2014

"ডঃ ফায়জুল ইসলাম"

সোজা-কথা
প্রিয়মুখ-প্রিয় মানুষ-৯

 
এবারের প্রিয়মুখ-প্রিয়মানুষ হলেন; আমাদের সমাজের একজন বিশিষ্ট এবং অসাধারণ
মনের মানুষ, যিনি নিজের খ্যাতিময় জীবনের পাশাপাশি আমাদের সমাজের শিশু
কিশোরদের এবং মেধাবী যুবকদের শিক্ষা সম্প্রসারণে একজন নিবেদিত প্রাণ বিদ্যুতসাহী
হিসাবে সুদীর্ঘদিন ধরে সমাজের মানুষের এবং বি সি ডি আই বাংলা স্কুলের একজন ঘনিষ্ট
সহযোগী হিসাবে সার্বিকভাবে অবদান রেখে যাচ্ছেন।
  
"ডঃ ফায়জুল ইসলাম"
মিজানুর ভূঁইয়া 

 
সাতে পাচে নাই তিনি কারো সনে
সঠিক যাহা ভাবেন, করেন তাহা  খুশি মনে।
মৃদুভাষী কথা কম, কাজেই যাহার পরিচয়
তিনি হলেন আমাদের সবার প্রিয়
সমাজ হিতৈষী দেশজোড়া যার নাম
নামেই যার আসল পরিচয়; ডঃ ফায়জুল ইসলাম। 
খুব ভেবে চিন্তে করেন তিনি সব কাজ 
অকপটে সত্য বলেন, করেননা  ধারণ মেকী সাজ। 
কথা যেমন তার  কাজও তেমন, একদম পাকা
কথা দিয়ে রাখেন তিনি, দেননা কোনো ধোকা।
শিশুদের ভালবাসেন তিনি;করেন কামনা তাদের ভালো
জ্বালাতে চান সবার মনে ধর্ম ও সংস্কৃতির আলো।
মেধাবী ছাত্র-ছাত্রীকে দেন তিনি শিক্ষা-বৃত্তি
মনে তার একমাত্র উদ্দেশ্য  শিক্ষার আলো যেনো পায় বৃদ্ধি। 
জ্ঞাণে-গুণে, বিদ্যা শিক্ষায় তিনি হলেন দেশ বরেণ্য
মানুষের অন্তরে হয়ে আছেন তিনি অনন্য।
কোমল মতি মানুষ তিনি দেননা কারো মনে আঘাত
করেননা পছন্দ তিনি মানুষে মানুষে সংঘাত। 
বন্ধুবৎসল তিনি ছোট বড় সবাইকে করেন সন্মান
এক চোখে দেখেন সবাইকে, রাখেননা কোনো ব্যবধান।
স্বল্পভাষীনী  সহধর্মিনী তার, নাম হলো ইনারা ইসলাম
জ্ঞাণে-গুণে তাহারও আছে বহু খ্যাতি ও নাম।
ছিলেন তিনি  সমাজের একজন জাদরেল নেতৃ
সমাজ সেবায় হয়ে উঠলেন সবার ভালবাসার পাত্রী। 
যদিও তিনি কথা বলেন কিছুটা মেপে মেপে
মানুষের জন্য অগাত ভালবাসা রাখেননা চেপে।
আছে তাদের আদরিনী একমাত্র কন্যা
মা বাবার যোগ্যসন্তান সোহাগ ও ভালবাসায়  ধন্যা।
===================================
নভেম্বর ১৬ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment