Thursday, November 13, 2014

"অকৃত্তিম সুখাবেশ"


"অকৃত্তিম সুখাবেশ"
মিজানুর ভূঁইয়া


সবুজের পাশে এসে
যাই যখন তাকে ঘেঁষে
মন আমার উৎফুল্লতায় উঠে হেঁসে। 
জীবনের সমস্ত ব্যথা ও গ্লানী
নিঃশেষ হয়ে যায় নিমিষেই।
মন দোলে এক আনন্দ হিল্লোলে
যত ক্লেদ আর কষ্ট দেয় ভুলিয়ে। 
মায়াময় এই সবুজের কাছে
এ কোন জাদু আছে!
কষ্টের বোঝাটুকু মেঘের মতো যায় ভেসে ।
জীবনের যতো পাপবোধ কিংবা মনের কষ্ট
মুছে দেয়, থাকেনা একটুও অবশিষ্ট।
ভরে দেয় এক অপূর্ব কোমলতায় সারামন
গড়ে তোলে মনের ভিতর এক  স্বর্গীয়ভুবন ।
সবুজের কোমল আভা  সতেজ  সরস
জাগায় দেহে মনে  সুখের পরশ।
সবুজ পত্রগুলু এতো-ই জাদুকরী ক্ষমতা রাখে 
এ-কে ছুলেই, হৃদয় বাগানে বসন্তের ফুল ফুটে।
মনে তোমার আছে যতো ব্যথা
একবার চলে যাও সেথা,
যা তুমি পাওনী আপনজনের কাছে
প্রকৃতি উদার চিত্তে দিবে সব কিছু হেসে হেসে ।

========================
নভেম্বর ১২ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ


Please click to the link for recitation
https://www.youtube.com/watch?v=vNYumnyEOCM

No comments:

Post a Comment