Saturday, August 16, 2025

“যুগের হাওয়া তিক্তধারা”

 “যুগের হাওয়া তিক্তধারা”

মিজানুর ভূইয়াঁ 


যুগের হাওয়ায় তাল মিলিয়ে 

চলতে গিয়ে জীবন !

মূল্যবোধের সেই জীবনধারা 

থাকেনা আর তেমন !!

আগের দিনের মানুষ যেমন 

মিলেমিশে কাটিয়েছে জীবন !

এখন পাল্টে গেছে জীবন ধারা 

নিজে নিজে আত্নহারা !!

সম্পর্ক শুধুই যেনো মুখের বুলি  

যখন তখন পরায় শূলী !

এখন কেউ কারোই ধারধারেনা 

সবাই নিজের মতো চলে !

যখন শুধুই নিজ প্রয়োজনে 

কথা শুধু একটু আধটুকু বলে !!

একই ঘরে যদিও থাকে 

দিনরাত শুধুই নিজ কক্ষেই বন্ধি !

নিজের ধান্দায় ব্যাস্ত শুধুই 

মেলামেশা কথা বার্তা হয়না কোনো সন্ধি !!

সমাজ এখন লোক দেখানো 

নিজে নিজে সেজে যায় মেকী হামবড়া !

মানুষ নামের খোলস মাত্র 

ভিতরে শুধুই কারসাজি আর অন্ধকারে ভরা !!

নেই কোনো মায়া মমতা 

নেই সেই আগের দিনের মতো প্রীতিভরা জীবন !

মানুষ এখন হৃদপিন্ডহীন 

কঠিন খোলস পরা প্রাণহীন মেকী রোবট যেমন !!

যুগের হাওয়া তিক্তধারা 

নিজে নিজে আত্নহারা বদলে গেছে জীবন !!

নেইতো আর সেই কোমল হৃদয় 

হারিয়েগেছে সৎ সুন্দর ভালোবাসার সেই মন !!



১৬ই অগাস্ট, ২০২৫

ভার্জিনিয়া; ইউ এস এ 

( লেখকের সর্বস্বর্থ সংরক্ষিত)




No comments:

Post a Comment