“জীবন যখন একই সুতায় বাঁধা”
মিজানুর ভূইয়াঁ
কষ্টগুলো তোমার যতো
এসে বিঁধে আমার বুকে !
সেই সত্যটুকু আজও
তুমি পারলেনা নিতে বুঝে !
ভালোবাসার সুতোয় যেদিন
বেঁধেছিলাম মন !
সেই থেকেই কষ্টগুলো
হলো সব আমার আপন !!
স্বর্গসম ভাবি আমি
প্রশান্তিময় এই সংসার !
সকল কিছুর উর্ধে যাহা
ইহা তোমার আর আমার !!
সোনার মতো ছেলে মেয়ে
আছে মোদের তিন !!!
সেই আনন্দ আর খুশিতে
না হয় কাটুক বাকী ক'টা দিন !!
বুকের ভেতর কষ্টগুলো
কেনইবা চেপে ধরে বাঁচবো !!
মিলেমিশে সবাই যখন
একই সাথে থাকবো !
শান্তি সুখে ভরবে জীবন
হবো যখন সবাই সবার আপন !!
ধর্মমতে করলে জীবন
বাড়ে মর্ম তবেই বসবাসে !
ধর্মনিয়মের বাইরে এসে
করলে জীবন হয় সর্বনাশে !
১২ই অগাস্ট ২০২৫
ভার্জিনিয়া; ইউ এস এ
No comments:
Post a Comment