Saturday, August 16, 2025

“যুগের হাওয়া তিক্তধারা”

 “যুগের হাওয়া তিক্তধারা”

মিজানুর ভূইয়াঁ 


যুগের হাওয়ায় তাল মিলিয়ে 

চলতে গিয়ে জীবন !

মূল্যবোধের সেই জীবনধারা 

থাকেনা আর তেমন !!

আগের দিনের মানুষ যেমন 

মিলেমিশে কাটিয়েছে জীবন !

এখন পাল্টে গেছে জীবন ধারা 

নিজে নিজে আত্নহারা !!

সম্পর্ক শুধুই যেনো মুখের বুলি  

যখন তখন পরায় শূলী !

এখন কেউ কারোই ধারধারেনা 

সবাই নিজের মতো চলে !

যখন শুধুই নিজ প্রয়োজনে 

কথা শুধু একটু আধটুকু বলে !!

একই ঘরে যদিও থাকে 

দিনরাত শুধুই নিজ কক্ষেই বন্ধি !

নিজের ধান্দায় ব্যাস্ত শুধুই 

মেলামেশা কথা বার্তা হয়না কোনো সন্ধি !!

সমাজ এখন লোক দেখানো 

নিজে নিজে সেজে যায় মেকী হামবড়া !

মানুষ নামের খোলস মাত্র 

ভিতরে শুধুই কারসাজি আর অন্ধকারে ভরা !!

নেই কোনো মায়া মমতা 

নেই সেই আগের দিনের মতো প্রীতিভরা জীবন !

মানুষ এখন হৃদপিন্ডহীন 

কঠিন খোলস পরা প্রাণহীন মেকী রোবট যেমন !!

যুগের হাওয়া তিক্তধারা 

নিজে নিজে আত্নহারা বদলে গেছে জীবন !!

নেইতো আর সেই কোমল হৃদয় 

হারিয়েগেছে সৎ সুন্দর ভালোবাসার সেই মন !!



১৬ই অগাস্ট, ২০২৫

ভার্জিনিয়া; ইউ এস এ 

( লেখকের সর্বস্বর্থ সংরক্ষিত)




“জীবন যখন একই সুতায় বাঁধা”

 “জীবন যখন একই সুতায় বাঁধা”

মিজানুর ভূইয়াঁ 


কষ্টগুলো তোমার যতো 

এসে বিঁধে আমার বুকে !

সেই সত্যটুকু আজও 

তুমি পারলেনা নিতে বুঝে !

ভালোবাসার সুতোয় যেদিন 

বেঁধেছিলাম মন !

সেই থেকেই কষ্টগুলো 

হলো সব আমার আপন !!

স্বর্গসম ভাবি আমি 

প্রশান্তিময় এই সংসার !

সকল কিছুর উর্ধে যাহা 

ইহা তোমার আর আমার !!

সোনার মতো ছেলে মেয়ে 

আছে মোদের তিন !!!

সেই আনন্দ আর খুশিতে 

না হয় কাটুক বাকী ক'টা দিন !!

বুকের ভেতর কষ্টগুলো 

কেনইবা চেপে ধরে বাঁচবো !!

মিলেমিশে সবাই যখন 

একই সাথে থাকবো !

শান্তি সুখে ভরবে জীবন 

হবো যখন সবাই সবার আপন !!

ধর্মমতে করলে জীবন 

বাড়ে মর্ম তবেই বসবাসে !

ধর্মনিয়মের বাইরে এসে 

করলে জীবন হয় সর্বনাশে !


১২ই অগাস্ট ২০২৫

ভার্জিনিয়া; ইউ এস এ