Saturday, August 24, 2024

"বন্ধন বিশ্বাস ও মুক্তি"

"বন্ধন বিশ্বাস ও মুক্তি" 


বাহুতে বাহুতে এই বন্ধন 

এসে মিলিবে হৃদয়ে

বাধিবে প্রাণে মিত্রতার সেতু বন্ধন l

রক্তের সম্পর্ক টেনে আনে কাছে 

হৃদয়ে জাগায় সুমধুর স্পন্দন l

হৃদয় সাম্পর্কিক মিত্রতার রোমন্থন 

সৌরভে ভরে দেয় মন সুবাসিত চন্দন l

স্বার্থের মোহজালে জীবন হবেনাকো ছিন্ন 

তোমার জীবন তখনই হবে ধন্য l

নিজের জন্যই নয় শুধু বাচা 

প্রয়োজনে মানুষের কাছাকাছি আসা l

পিতা মাতা গুরুজনে থাকে যেন ভক্তি

তাতেই  মিলিবে জীবনের মহামুক্তি l 

স্মরণ রাখিবে সদা মহামানবদের উক্তি 

ইহাই হয়ে রইবে জীবনের প্রাণশক্তি l

মানুষে মানুষে খুজিবেনা কোনো ভেদাবেদ 

ধর্ম নয়; ইহাই আসল পরিচয়, আসল ইবাদত l

পৃথিবী অপূর্ব এক মানবীয় বাগান

ভাবো তাই; সকল  মানুষই সমান l


August 24, 2015

Friday, August 16, 2024

“আমার আমি”

 “আমার আমি”

মিজানুর ভূঁইয়া 


আমার মতো এমন মানুষ 

পাবেনাকো কোথাও l

হাজার ঝঞ্জা মাথায় নিয়েও 

পথ চলি নির্দ্বিধায় l

হোঁচট খেয়েও চলি সেই পথে

বোঝা নিয়ে মাথায় l

একটু বিচলিত হয়তো ক্ষণিক 

তবুও খুঁজি হীরা-মানিক l

সুস্থ্য মনে দাড়াই এসে পাশে

আঘাত যদিও আসে l

মানুষ নামের মানুষ হয়েই 

সব ভুলে যাই শেষে l

কঠিন হতে চেয়েও, পারিনা হতে

মনুষত্ব মনে ভেসে আসে l

সহজ সরল করে রাখতে এই মন 

পারি খুবই সহজে l

কঠিন হওয়ার ব্যাপারটি নিজের কাছে 

লাগে অনেক বাজে l

এ জীবনে কথায় কাজে ফারাক রাখিনি কবু 

সেই ক্ষমতা দিয়েছেন প্রভু l

রাতে যেমন অন্ধকার আসে, দিনে আলো 

তেমনি মনটা রেখেছি ভালো l

আলোর মাঝে সদাই খুঁজি নিজের মনের আলো 

মনটা হয়ে উঠে তখন ভালো l

নিজের কথা নিজেই বলছি আত্ন- বিশ্বাসে 

বাঁচি যেনো মানুষ হয়ে l

মানুষ নামের ছায়া হয়না যেন কবু এই মন 

জীবনটা কাটে যেনো সেই বিশ্বাস লয়ে ll

**********************************

ভার্জিনিয়া, ইউ এস এ 

অগাস্ট ১৭, ২০২০


সর্বমোট সময়: ১২ মি ৩২ সেকেন্ড