Saturday, May 27, 2023

সাগরের বুকে

 সাগরের বুকে অথৈ জল করে টলমল 

তবুও তার তৃষ্ণা মিঠেনা। 

চায় আরো নিতে বুকে তার 

যতো জল আছে নদী নালা খাল এই ধরনীতে।  

সাগরের বিশাল বুকে বসে ভালবাসার মেলা 

ফুরায়না তা কখনো আছে তার ঢেলা।  

তাইতো সাগরের জলেরা 

নিত্যদিন থাকে হাসি খুঁশি করে কতো খেলা। 

“পথবাসী পথকলি"

 “পথবাসী পথকলি"

মিজানুর ভূইয়াঁ 

 

ক্ষুদার্ত জীবন যখন ক্লান্ত অবসন্ন 

একটু ছায়াতলে হাফছেড়ে বিশ্রাম খোঁজে l

সেই প্রত্যাশাটুকু বিফলে যখন 

তখন রোদে বৃষ্টিতে ভিজেই এই অসহায় জীবন

রাস্তার পাশে পড়ে থাকে কর্দমাক্ত দেহ

এলোমেলো ধূসর চুল উড়ে একটু মৃদু হাওয়ায় 

দেহখানা একটু আধটুকু নড়ে চড়ে;

এখনো কিছুটা শ্বাস আছে বলেই  বুক উঁচু নিচু করে l

ফুটপাতে পড়ে থাকা দেহ 

পাশে হুড়হুড়িয়ে হেটে চলে সকাল সন্ধ্যে 

কর্মব্যস্ত মানুষের বিরামহীন স্র্রোত l

কেউ হয়তো একটু আধটুকু ফিরে তাকায় 

বেশিরভাগ মানুষের সেই সময়টুকু নেই l

রাস্তায় কর্দমাক্ত দেহ, রোদ বৃষ্টিতে পড়ে থাকা   

এদের নাম পরিচয় নাকি মানুষ!!

আর যারা প্রতিদিন পাশে হেটে যায় 

কিংবা গাড়ি চড়ে ছুটে চলে 

থাকে শীতাতপ নিয়ন্ত্রিত অট্রালিকায় 

এদের নামও নাকি মানুষ!!

হৃদয়ের বীনা বাজেনা যখন কিছু মানুষের 

পথে ঘাটে পড়ে থাকা মানুষের জন্য 

মুখে একমুঠো অন্ন তুলে দিতে

(তাই আজ মানুষ নামের কিছু মানুষ জেগে উঠেছে দীপ্ত শ্বপতে )

তাই "হৃদয়বীণা" জেগেছে আজ সেই স্বপথে

পথবাসী পথকলি যেন আর না থাকে কখনোই উপবাসেll      

♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡

২৭শে মে ২০১৮

ভার্জিনিয়া ইউ এস এ

“মান-হুশ বিলুপ্ত প্রায়”

 রোবট মানুষ:-২১ 

“মান-হুশ বিলুপ্ত প্রায়”

আজকাল যতো বড় বাড়ী 

যতো বেশী গাড়ী,

নিজ নিজ কক্ষে জীবন স্বেচ্ছাচারী। 

সবাই একই ঘরে উপার্জনকারী 

মানুষ ততই হচ্ছে অহংকারী। 

তাই একই ঘরে থেকেও 

থাকছে একে অপরকে করে আড়াআড়ি। 

জীবন এখন নিয়মে চলেনা 

শুধুই নিজ নিজ খেয়াল তাড়িত। 

কে রাখে কার খবর 

যদিও থাকে একই বসত বাড়িতে। 

যান্ত্রিক জীবনের পাগলা ঘোড়ায় 

চলছে জীবন যন্ত্রচালিত। 

সবাই হয়েগেছে যার যার তার তার 

সম্পর্ক এখন লোক দেখানোই চলিত। 

প্রকৃতির নিয়ম, প্রকৃত জীবন 

আজও বিদ্যমান জীব জন্তু পশু পাখির জীবনে।  

মানুষই শুধু অন্ধ হয়ে 

হার মেনেগেছে যান্ত্রিক জীবনের আগ্রাসনে। 

মানুষ এক সময় মান-হুশ ছিল 

ছিল তার দয়া মায়া প্রেম-প্রীতি ভরা বিশাল মন। 

সব কিছু হারিয়ে মানুষ এখন নিয়েছে

রক্ত মাংস হৃদপিন্ড বিহীন কঙ্কালসার যন্ত্ৰীয় জীবন। 


ভার্জিনিয়া, ইউ এস এ 

এপ্রিল ১৫, ২০২৩