Sunday, August 30, 2020

"যে স্মৃতি যায়না ভুলা"

 শৈশব স্মৃতি বিজড়িত পয়ালগাছা মাধ্যমিক বিদ্যালয়ের স্মৃতির স্বরণে !!! 

"যে স্মৃতি যায়না ভুলা"

মিজানুর ভূইয়াঁ 


গ্রামখানি পরিপাটি যেন উপশহর 

পয়ালগাছা উচ্চবিদ্যায়ল ছিল গ্রামীণ এক আলোক প্রহর l 

সেখানে ছিল একটি ডিগ্রী কলেজে 

নাম ডাকে ছিল খ্যাত; উচ্চশিক্ষায় করেছে অনেকের জীবন সহজ l 

সেই মাধ্যমিক বিদ্যালয়ের শৈশব স্মৃতি 

সময়গুলো কেটেছিল বিশাল খেলার মাঠে; ব্যাস্ত নিবেদিত সংস্কৃতি l   

ছুটাছুটি এদিক সেদিক উদ্যাম-গতি 

ছিল কিছুটা ভলিবল, ক্রিকেট আর ব্যাডমিন্টন প্রীতি l 

সাহিত্য সংস্কৃতিতে ছিল মন একটু বেশি 

শ্রেণী পাঠ শেষ হলেই বিতর্ক আর সংগীতে গিয়েছি মিশে l 

পড়াশুনায়ও মন ছিল কিছুটা সমতালে 

এদিক সেদিক উঁকিঝুঁকিও  মারা হতো একটু সুযোগ পেলে l 

টিফিনের বিরতিতে মেয়েরা যেত 

পাশেই অধ্যাপিকা পান্না কায়সারের পৈতৃক পরিত্যাক্ত বাড়ি l 

ছেলেরা দলবেঁধে আড্ডায় মেতে উঠতো 

মমতাজের চায়ের স্টলে কিংবা নুরু ভাইয়ের মনোহরি দোকানে l   

বাড়ি থেকে স্কুলের পথ ছিল খানিকটা দূর

ছাত্রাবাসেই মাধ্যমিক শিক্ষাকাল কেটেছে আনন্দ সুমধুর l  

বিদ্যালয়ে ছিল নির্বাচিত ছাত্রসংসদ 

আমিও ছিলাম তার একজন সক্রিয় কর্মকর্তা সদস্য পরিষদ l   

মাধ্যমিক শেষ করে চলে এলাম ঢাকায় 

সেই থেকেই বিচ্ছিন্ন সবাই চলেগেলো যার যার জাগায় l 

তবুও দেখা হতো মাঝে মাঝে 

অবশেষে নিয়তি নিয়ে এলো এই দূর প্রবাসে l 

শৈশব কৈশোর কেটেছে যেথায় 

সেই মধুর স্মৃতিটুকু আজও স্পষ্ট লেখা মনের খাতায় l 

কেটেছে দিনরাত উত্তাল আনন্দে 

চোখে রঙিন স্বপ্ন মনে নায়কীয় ভাব আর কবিতার ছন্দে l  

বন্ধু স্বজন ব্যাষ্টিত সরব দিনরাত 

আনন্দ হৈচৈ করে কেটেছে মিলে সবাই উৎসবমুখর একসাথ l 

কোথায় হারিয়েগেছে সুন্দর সেইদিন 

স্কুলের বন্ধু বান্ধবীরা ছড়িয়ে ছিটিয়ে সেই স্মৃতি আজ বিলীন l 

আজও দাঁড়িয়ে আছে স্মৃতির মিনার 

বিশাল দুইতলা বিদ্যালয় ভবন আর ছাত্রাবাস কালের সাক্ষী হয়ে l 

সুদীর্ঘ প্রবাস জীবন; আমি শুধু অনেক দূরে 

কেউবা হারিয়েগেছে ইহলোকে; কেউ মন দিয়ে করছে সংসার l 

কেউবা নিজ পেশায় দিনরাত ব্যাস্ত; কেউ গ্রামেই রয়েগেছে 

আপন মাটির আত্নিক টানে; জীবন নিয়তির খেলায় মাঝ বয়সে  

সবাই বন্ধি নিজ নিজ গন্ডিতে; সময় পেলে একটু আধটুকু খোজখবর l 

এরই ফাঁকে সময়ের স্রোত বয়েগেছে অনেকদূর; যে যার সীমান্তে 

তবুও মনের ভেতর উঁকি দিয়ে ভেসে উঠে পুরোনো সেই সুর;

হাজারো স্মৃতিভরা সুবিশাল সেই বিদ্যালয় ভবন, আজও অনন্য l  

আজও মন চায় হেঁটে আসি একবার এর সুবিস্তৃত বারান্দাটুকু 

এপাশ থেকে ওপাশ পর্যন্ত; ফেলে আসা হাজারো স্মৃতির রোমন্থনে l   

*********************************************************

৩০শে অগাস্ট ২০২০

ভার্জিনিয়া ইউ এস এ 

Tuesday, August 25, 2020

"অন্যরকম পাওয়া"



 "অন্যরকম পাওয়া" 

মিজানুর ভূইয়াঁ 

সব সময়ই তুমি দূরে দূরে ছিলে 

কারণ দূরে থাকতেই তুমি ভালোবাসতে l  

দূরে থেকেই সব কিছু দেখে তুমি শান্তি পেতে 

ভালোবাসো সে কথাটিও মনের ভেতরই রেখে দিলে l 

নিজ মনের ভেতরই সাজিয়েছ ভাবনার বাগান 

তুমি সেখানেই একাকী বিচরণ করেই শান্তি পাও l  

নিজেই গান করো, কবিতা পড়; নিজ আনন্দে 

আপন ভূবনে নেচে নেচে আনন্দ করে বেড়াও l 

মন চায়তো আকাশের দিকে তাকাও আবার মন চায়তো 

সমুদ্র তীরে বসে সীমাহীন জলরাশির দিকে 

একদৃষ্টিতে তাকিয়ে নিজেই একা ভেলায় চড়ে 

জলতরঙ্গে ভেসে ভেসে বেড়াও; কি অদ্ভুত তাই না !

তুমি নিজের মনের রাজ্যে নিজেই রাজা-প্রজা 

তোমাকে কারোর কাছেই কোনো ধারধারী হতে হয়না l  

নিজের মনের ভেতর লুকিয়ে থাকা কষ্টগুলোকে 

তুমি মুক্ত হাওয়াতে উড়িয়ে দিয়ে স্বস্তির নিঃস্বাশ নাও l  

বাহ্ কি চমৎকার পারঙ্গম ক্ষমতা তোমার; 

নিজের উপর এতো চমৎকার নিয়ন্ত্রণ 

খুব কম লোকই তা করতে পারে; 

যা তুমি বেশ ভালই সামলে নিতে পারছো l 

ঐ আকাশ পাহাড় আর বহমান নদীকে দেখেই তোমার তৃপ্তি 

 এদেরকে কাছে না পাওয়ার জন্য তোমার মনে একটুও কষ্ট নেই l  

 সব কিছুতেই তুমি শুধু দেখে দেখে তৃপ্ত; ছুঁয়ে দেখতে চাওনা l 

 ফুলকে তুমি অনেক ভালোবাসো; প্রতিনিয়তই ফুলের পাশ ঘেঁষে 

 হেটে যেতেই তোমার সকল আনন্দ; স্পর্শ করে দেখতে নয় l 

সুন্দরকে দূর থেকে দেখেই মনের ভেতর যে সতেজ আনন্দকে 

সুদীর্ঘ সময় ধরে তার অস্তিত্বকে মনে লালন করা যায়; 

তাকে ছুঁইয়ে দিলেই সেই অশেষ অনুভূতিটুকু মলিন হয়ে যায় l   

আর ঠিক তখনই সেই ভাবনার সুখময় আবেশটুকু 

মন থেকে কোথায় যেন হারিয়ে যায়; আর তাই 

তুমি "অন্যরকম পাওয়া" নিয়েই থাকতে চাও l 

******************************************

ভার্জিনিয়া ইউ এস এ 

২৫ অগাস্ট ২০২০ 


Tuesday, August 4, 2020

সুখের চারা”

“সুখের চারা”
মিজানুর ভূইয়াঁ

কষ্টগুলো সব নষ্ট হয়ে যাক
সুখের ছোঁয়া লেগে l
সুখগুলোকে একপলকে খুঁজে নাও
নিজের মনেই তা আছে l
কষ্টটুকু আঁধার যেমন
সুখ হলো যেমন আলোর প্রহর l
কষ্ট হলো কাঁটার আঘাত
সুখ ফুলের সজীব সতেজ শোভা l
কষ্ট বৃক্ষ না লাগিয়ে
মনের ভিতর চাষো সুখের চারা l
সুখবৃক্ষ বেড়ে উঠলে
দুঃখ ভেগে যাবে খেয়ে ভীষণ তাড়া l
যতোই কস্ট আসুক ধেয়ে
লাগবেনা তার কোনো ছোঁয়া তোমার গায়ে l
****************************
৩রা অগাস্ট ২০২০
ভার্জিনিয়া ইউ এস এ

সময় ৭ মিঃ ৩৬ সেঃ