Tuesday, July 14, 2020

প্রকৃতি ও আশা জাগানিয়া সংকেত”

“প্রকৃতি ও আশা জাগানিয়া সংকেত”

ফুলেরা আবারো দ্বিতীয় দফা উঠেছে ফুটে
আশা জাগানিয়ার স্বপ্ন নিয়ে l
পাখিরাও গাইছে মধুর সুরে প্রাণ জাগানিয়া গান  
সবুজ গাছের ডালে বসে l
জীবন তরী ডুবুডুবু করেও ভেসে উঠে বার বার
অথৈ সাগর জল সোপানে l
যতোই আসুক ঝড় চারিদিকে কালো মেঘ সাজিয়ে
সূর্য্যের আলো আছে দাড়িয়ে পিছনে l
ফুল পাখি জল আর সূর্যের কাছে সকল আশা
তাইতো বেঁচে থাকার কিছুটা ভরসা l

#MRB

Saturday, July 11, 2020

দুরাচারীর দুঃস্কর্ম


দুরাচারীর দুঃস্কর্ম
মিজানুর ভূইয়াঁ

 কষ্ট কাকে বলে বুঝো; ছোট কষ্ট, বড় কস্ট 
 তোমার নিজের কাছে কস্ট যেমন বেদনাদায়ক,
সেই কস্ট অন্যের কাছেও তেমনি একই রকম বেদনাদায়ক l
তোমরা যা নিজেও কখনোই ইচ্ছে এবং অনিচ্ছেতেও নিতে চাইবেনা
আর তোমরা কিভাবে সেটা অন্যের জীবনে কামনা করছো l
তোমরা কিভাবে এমন নির্দয় নির্মম হতে পারো;
আর সেটা কিভাবে তোমরা অন্যের বেলায় বুঝোনা
নিজের বেলায় ঠিকইতো খুব ভালোই বুঝো l
সারা পৃথিবী জুড়ে সমগ্র মানুষের উপর
যতোটুকু কষ্টের বোঝা তোমরা চাপিয়ে দিয়েছো;
সেই সকল কষ্টগুলোকে একত্রিত করে তোমাদের উপর
চাপিয়ে দেয়া যেতো, তবেই তোমরা বুঝতে
এর ভয়াবহতা কতো ব্যাপক এবং বিষন্নতায় ভরা l
তোমাদের খেয়ালী মনের সৃষ্ট এই নির্মম পাষণ্ডতার
মাসুল দিচ্ছে তাবৎ পৃথিবীর সকল শ্রেণীর মানুষেরা l
কেউ হারাচ্ছে স্বজন, কেউ নিজে ধুঁকেধুঁকে মরছে
কেউ হারাচ্ছে তার রুটি রোজগারের সংস্থান, কেউ হারাচ্ছে
আজীবন তিলে তিলে গড়ে তোলা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান l
হারিয়ে যাচ্ছে হাজার বছরের লালিত সমাজ, সংস্কৃতি
কৃষ্টি, ধর্মীয় আচার আয়োজন, বেঁচে থাকার আত্নবিশ্বাস l
তোমরা জীবনের সকল স্বাভাবিকতাকে
এতোই  ভীবৎস আতঙ্কগ্রস্ত করেছো যে, আজকাল
প্রিয় মানুষগুলো যখন রোগে শোকে মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে
সেই মুহূর্তে কেউ একটু কাছে যেতে পর্যন্ত সাহস পাচ্ছেনা l
তোমাদের লোভাতুর মন তোমাদিগকে এতোই দুর্দান্ত
পাষণ্ড বানিয়েছে, পৃথিবীর আর সকল কিছুকেই নস্যি ভাবছো তোমরা l
তোমাদের দুরাচারী দুঃষ্কর্ম আজ পৃথিবীর হাজার বছরের
গড়ে উঠা সভ্যতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি চরম
ধ্বংস লীলার দিকে ঠেলে দিতেও দ্বীধাবোধ করছেনা l  
তোমরা ভুলেগেছো; দুরাচারের দুঃস্কর্মের সময়-কাল বেশি দূর এগোয়না l
পৃথিবীর ইতিহাস থেকে তোমাদের তা জেনে নেয়া প্রয়োজন l
মানুষ সত্য, সৎ কর্ম সত্য, ধর্ম সত্য, সমাজ সত্য, সংস্কৃতি সত্য
সুসম্পর্কের বন্ধন সত্য, প্রেম-প্রীতি সত্য, দয়া-মায়া সত্য,
সূর্য্য চাঁদের আলো যেমন অতি স্বচ্ছ সত্য
তেমনি পৃথিবীর সকল মানুষের বেঁচে থাকার অধিকারও চির সত্য l
শুধু দুরাচারের দুঃস্কর্ম সব সময়ই যা অন্ধকারে ঢেকে থাকে
তা আজীবন অসত্যই রয়ে যাবে এবং এর পতন অনিবার্য l

ভার্জিনিয়া ইউ এস এ
১১ই জুলাই ২০২০

Tuesday, July 7, 2020

"খেয়ালী মানুষ"

"খেয়ালী মানুষ"
 মিজানুর ভূইয়াঁ

 তোমার হাত ও পা দুইটি খোলা আছে
 কে তোমাকে বারণ করেছে, যেখানে খুশি সেখানে যাও l
 যতো পারো দুই চরণের নিচে সব মাড়িয়ে যাও l
 হাতে যা কিছু নাগাল পাও সব কিছুই ছুঁয়ে যাও l
ভেঙেচুরে সব কিছু তসনস করে দাও l
 তোমার মুখে কোনো তালা নেই, যা পারো বলে যাও l 
 দুটি আঁখি খোলাইতো, ভালো মন্ধ সব দেখে যাও l 
ভালোর চেয়ে মন্দটাকেই বেশি বুঝে যাও l
দুই কান খোলা আছে সব কিছুই শুনে যাও l
ভালোর চেয়ে খারাপ কথাগুলোই বেশি শুনে ও বলে যাও l
মাথায় যতো বুদ্ধি আছে, ভালোর চেয়ে খারাপটুকুই দিয়ে যাও l
ভালোবাসার নামে প্রতারণা যতো পারো করে যাও l
নিজেরটুকু বেশী বুঝে অপরকে ঠকিয়ে যাও l
নিজ স্বার্থ হাসিলে অপরকে ভুল বুঝিয়ে স্বার্থটুকু হাসিল করে নাও l
সত্যকে চেপে রেখে মিথ্যে যা আছে বলে যাও l
 ইচ্ছে ঘোড়ার পিঠে চড়ে আছো, যেখানে পারো চলে যাও l 
 শখের চাবুক তোমার হাতে ধরা, যতো পারো মার্ কষে ঘাঁ l
 তোমার দুই বাহুতে দুইটি ডানা সেটে যেখানে পারো উড়ে যাও l
 মনের ঘরে যতো ইচ্ছে বানর সব খায়েস পুরিয়ে যাও l
 ভালো মন্দ কুটিলতা জটিলতা যা খুশি তা করে যাও l
 দুই আঙুলের ফাঁকে চিপে ফড়িংগুলো মেরে যাও l
 মনের ভেতর যতো কুৎসিত ঘৃণা আছে উজাড় করে দিয়ে যাও l
 সোজা এবং বাঁকা পথ সবগুলোই হেটে যাও l
 সোজা পথে কম হেটে বাঁকা পথটুকুই বেশি হেটে যাও l
মনের ভেতর আলো আছে যা অন্ধকারে ঢেকে দাও l
পাপ পুণ্য শুধু মুখে বলো, পাপাচার বেশি করে করে যাও l 
সুখ ও শান্তির কথা মুখে শুধু বলো, অশান্তির প্রদীপ জ্বেলে দাও l
সততার কথা শুধু মুখে বলো,  অসততার সীমা পেরিয়ে যাও l 
ইবাদত বন্দেগী লোক দেখানো মাত্ৰ, অপরাধ সব করে যাও l
সম্পর্কের নামে শুধু সম্পর্কের জোড়াতালি দিয়ে যাও l
বৃক্ষের শিকড়ে পানি না ঢেলে, উপর থেকে ডাল পালায় ঢেলে যাও l
মনে যত কষ্ট ও যন্তনা আছে, অন্যের ঘাড়ের উপর তা চেপে দাও l
নিজের অপরাধ যতো আছে অন্যের কাঁধে ঢেলে যাও l
অপরকে দুঃখ দিয়ে নিজে শুধু হেসে যাও l
নিজের কিছু না থাকুক,  অন্যেরটুকু কেড়ে খাও l
এভাবেই জীবনের সব কটি দিন কাটিয়ে দাও l
মরণের সময় একাকী, পাশে কেউ নেই; শুধু হায় হায় করে যাও l

৭ই জুলাই ২০২০
ভার্জিনিয়া ইউ এস এ