Saturday, May 23, 2020

এক অন্যরকম ঈদ”

“এক অন্যরকম ঈদ”
মিজানুর ভূইয়াঁ

ঐ উঠেছে ঈদের চাঁদ বড়ই ফ্যাকাশে রাত
আনন্দ আর নেই সেই আগের মতো l
এরই মাঝে কতো প্রিয়জন অকারণে হয়েছে গত l
দুঃখ শোক জাগানিয়া এই মহাসংকট দিনে
ঈদের চাঁদ জাগেনি এবার মহাউৎসবের বার্তা নিয়ে l
যদিও ঈদ মহামিলনের দিন, তবে কাছাকাছি হওয়া বারণ
আগের মতো সৌহার্দ আলিঙ্গন চুমু খাওয়া নিষিদ্ধ l
বিগত জীবনের উৎযাপিত সকল রীতিনীতি
আজ মৃত্যু বিভীষিকায় হরণ করেছে সকল ঐতির্য্য;
প্রেম আনন্দ প্রীতি ভক্তি সৌহার্দতা আজ বিলীন l
সর্বগ্রাসী ও জীবননাশী অদৃশ্য মৃত্যু জীবাণুর দুর্দান্ত প্রতাবে
জীবনের সকল চাওয়া পাওয়াকে করেছে গ্রাস l
এবার আর চিরাচরিত ঈদ প্রার্থনা কিংবা সৌহার্দ আলিঙ্গন
এঘরে ওঘরে বেড়ানোর সেই চিরন্তন মধুময় সময় যাপন
হয়ে উঠছেনা; যেন কোন এক অজানা দানব হরণ করে নিয়েছে তা l
জীবনের ফেলে আসা সকল ঐতিহ্য আজ চোরাবালিতে নিমজ্জিত
এবারের ঈদ শুধুই আক্ষরিক চিহ্নমালা হয়ে থাকবে সবার মাঝে l
ঈদ মানে আনন্দ আর মহামিলন শুধু দূর থেকে
হাত নাড়ানো শুভেচ্ছা বাণী বিনিময় কিংবা দূর থেকে শুভকামনার
এক অন্যরকম দৃষ্টান্ত হয়েই রয়ে যাবে সবার জীবনে ll
?????????!?????????????????????????????????
২৪শে মে ২০২০
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment