Sunday, May 17, 2020

হয়তো লড়বো, নয় মরবো"

"হয়তো লড়বো, নয় মরবো"
মিজানুর ভূইয়াঁ

আসুন সবাই একই সাথে মরে যাই;
অনাকাঙ্খিত মৃত্যু ঝুঁকি কাঁধে নিয়ে আমরা
আর কারো খেলার পুতুল হয়ে বাঁচতে চাই না l
একজন একজন করে মরে কি লাভ;
এতে করে যারা বেঁচে থাকবে তাদের স্বজন হারানোর
করুন দুঃখ বেদনা সয়ে দিনাতিপাত করতে হচ্ছে l
চরম বিপর্যয় ও প্রতিকূলতার মুখোমুখি দাঁড়িয়ে
জীবনের সকল ঘাত প্রতিঘাতকে সামলিয়ে
জীবনের চরম বাস্তবতাকে সামলে জীবন কাটাতে হচ্ছে l
এর চেয়ে অনেক ভালো সবাই একসাথেই চলে যাই;
ওরাই বেঁচে থাকুক আজীবন, যারা মৃত্যুকূপ পেতে
সর্বদাই মানব নিধনযজ্ঞ লীলায় মেতে থাকতে চায় l
কৌতূহল ও উৎসাহে বেঁচে থাকতে স্বস্তি বোধ করে l
ওরা সমগ্র পৃথিবীকে ওদের সাম্রাজ্য করতলে রেখে
নিজের আত্নতৃপ্তি ও রসনা সাধন করতে চায় l
দেখা যাক মানব বিহীন পৃথিবীতে মানব নামের
দানবেরা একাকী জীবন যাপন করে কতটুকু স্বস্তি পায় !
এরা রাইফেল, কামান, দূর পাল্লার ক্ষেপণাস্র, যুদ্ধবিমান
রণতরী, বিষবাষ্প আর জৈবিক মৃত্যুজীবাণু বানিয়ে
সমগ্র পৃথিবীর বেশিরভাগ সম্পদই  বিনষ্ট করছে l
যেখানে পৃথিবীর কোটি কোটি মানুষ খাদ্য বস্র ও চিকিৎসা
সংকটে প্রতিদিন ধুকেধুকে মরছে , সেইদিকে  ওদের  কোনো  নজরই নেই l  
আজ সমগ্র পৃথিবীময় মানব সৃষ্ট এই জৈবিক মারণাস্র
এমনি চরম মানবীয় সংকট তৈরী করেছে;
মানুষ স্বাভাবিক রোগে শোকে হাসপাতালের আশপাশ
যেতে পর্যন্ত চরমভাবে শঙ্কাগ্রস্ত, এই মৃত্যু জীবাণুর ভয়ে l
ডাক্তার নার্সরাও এখন ভীষণ শঙ্কার মধ্যে দিয়ে কাটছে
আগের মতো আর সেই মনোযোগ দিয়ে চিকিৎসা
করার সেই মানসিক সাহসই পাচ্ছেনা l
এই মানব নিধক মৃত্যুজীবানু এতোই ভয়ঙ্কর ও জীবনের হুমকি যে;
কোনো স্বাভাবিক মৃত্যুই হউক কিংবা জীবাণুগ্রস্ত মৃত্যুই হউক
পিতামাতা সন্তানের মৃত্যুতে কিংবা পিতামাতার মৃত্যুতে সন্তান,
এমনকি নিজ পরিবারের আপন মানুষগুলো পর্যন্ত একবার
শেষ দেখা কিংবা লাশ সৎকার করার কাজে
অংশগ্রহণ করতে দ্বিধাগ্রস্ত এবং তা আদৌ করতে পারছেনা l
এমনি চরম অমানবিক সংকটের মুখোমুখি পৃথিবীর আজ সময়
এখন ঘুরে দাঁড়াবার অথবা অবাঞ্চিত মৃত্যুকে মেনে নেয়া l
আসুন হয় একই সাথে মৃত্যুকে বেঁচে নেই অথবা রুখে দাঁড়াই
এই মানবরূপী অশুভ দানবীয় প্রেতাত্মাগুলোকে রুখে দেয়ার সংকল্পে l
এখনই সঠিক সময়, প্রয়োজন শুধু সবাই একইসাথে ঘুরে দাঁড়াবার l
*****************************************************************
ভার্জিনিয়া ইউ এস এ
১৫ই মে ২০২০

No comments:

Post a Comment