Monday, May 25, 2020

"দুষ্টের শিরোমনি লংকার রাজা"

"দুষ্টের শিরোমনি লংকার রাজা"
মিজানুর ভূইয়াঁ


সুন্দর এই পৃথিবীটাকে  তোরা কতেক দুষ্টলোক
একেবারেই নরকে পরিণত করে ফেলছিস
সবাই যার যার মতো করে কাজকাম করে খাচ্ছিলো,
নিজের ঘর সংসার গুছিয়ে সবাইকে নিয়ে সুখে শান্তিতে
দুবেলা দুমুঠো খেয়ে কোনোরকম দিন কাটাচ্ছিলো l 
তা তোদের গায়ে সইলোনা, তোরা হিংস্র হয়ে উঠেছিস;
তোদের মোটা চর্বিওয়ালা পেটগুলো আরো মোটা করতে হবে
তাই তোরা আর সবাইকে তোদের হুকুমের গোলাম
বানিয়ে রাখার প্রচন্ড ইচ্ছকে সংবরণ করে রাখতে পারছিলিনা l
তোরা সারা পৃথিবীকে  তোদের নিজ পণ্যের বাজার
বানিয়ে সমগ্র পৃথিবীকে তোদের একচ্ছত্র বাণিজ্যিক
সাম্রাজ্য বানানোর কূটকৌশলের জাল পেতে বসেছিস l 
তোরা যখন দেখলি রাইফেল, কামান, যুদ্ধবিমান, রণতরী
আর দূরপাল্লার ক্ষেপণাস্র দিয়ে শুধু কোনো একটি দেশ
অথবা বিশাল পৃথিবীর মাত্র অতিক্ষুদ্র একটি অংশকে
আতঙ্কগ্রস্ত করা যায়; কিন্তু তোদের আসল খেয়াল সমগ্র পৃথিবীকে
নিজ বসে নিয়ে আসা, তখন শুরু হলো তোদের  ভিন্ন কূটকৌশল l 
তোরা মানব দেহবাহী অদৃশ্য জৈবিক জীবাণু ছিটাতে শুরু করলি;
এতে তোদের নিজের জীবনের ঝুঁকি কমছে আবার খরচও কম l 
পৃথিবীর বিভিন্ন অংশে বিচ্ছিন্নভাবে শুধু একটু আধটুকু জীবাণু
ছড়িয়ে ছিটিয়ে দিলেই তোদের মনোস্কামনা পূর্ণ হয়ে যাবে
আর সেই খেয়ালেই তোরা মানব দেহবাহিত এই জৈবিক জীবাণু বানিয়ে
অতি কৌশলে নিজেদেরকে বাঁচিয়ে মানুষকে মানুষের মরণ
ঘাতকের ভূমিকায় দাড় করিয়ে দিলি, তোদের আসল ফন্দি
ছোট খাটো সকল ধরণের ব্যাবসা বাণিজ্য বন্ধ হয়ে যাক l 
আর তোরা ক্লাউডগিরি করে তোদের একছত্র ব্যবসা বাণিজ্য
চালিয়ে যাবি, সমগ্র পৃথিবীকে ভীত সন্ত্রস্ত করে ঘরের কোণে
বন্ধি করে রাখবি, আর তোরা সারা পৃথিবীর একছত্র
সাম্রাজ্য অধিপতি হয়ে তোদের তাবেদার বানিয়ে রাখবি l
কি সাঙ্গাতিক জগণ্য মানবতা বিরোধী পৈশাচিকতা;
মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে নিজ স্বার্থের কূটকৌশল
হাসিল করার এই প্রবণতা,  কি জগন্যতম হীনমন্যতা l  
জেনে রাখো; মানুষ বেঁচে থাকার প্রয়োজনে একদিন
ঘুরে দাঁড়াবেই এবং তোমাদের কূটকৌশল ছিন্নভিন্ন করে
তোমাদের দুষ্ট বুদ্ধির মস্তিষ্কে স্বজোরে আঘাত করবেই একদিন
সেই সময় আর বেশি দূরে নয় l



২৫ মে ২০২০
ভার্জিনিয়া, ইউ এস এ

Saturday, May 23, 2020

এক অন্যরকম ঈদ”

“এক অন্যরকম ঈদ”
মিজানুর ভূইয়াঁ

ঐ উঠেছে ঈদের চাঁদ বড়ই ফ্যাকাশে রাত
আনন্দ আর নেই সেই আগের মতো l
এরই মাঝে কতো প্রিয়জন অকারণে হয়েছে গত l
দুঃখ শোক জাগানিয়া এই মহাসংকট দিনে
ঈদের চাঁদ জাগেনি এবার মহাউৎসবের বার্তা নিয়ে l
যদিও ঈদ মহামিলনের দিন, তবে কাছাকাছি হওয়া বারণ
আগের মতো সৌহার্দ আলিঙ্গন চুমু খাওয়া নিষিদ্ধ l
বিগত জীবনের উৎযাপিত সকল রীতিনীতি
আজ মৃত্যু বিভীষিকায় হরণ করেছে সকল ঐতির্য্য;
প্রেম আনন্দ প্রীতি ভক্তি সৌহার্দতা আজ বিলীন l
সর্বগ্রাসী ও জীবননাশী অদৃশ্য মৃত্যু জীবাণুর দুর্দান্ত প্রতাবে
জীবনের সকল চাওয়া পাওয়াকে করেছে গ্রাস l
এবার আর চিরাচরিত ঈদ প্রার্থনা কিংবা সৌহার্দ আলিঙ্গন
এঘরে ওঘরে বেড়ানোর সেই চিরন্তন মধুময় সময় যাপন
হয়ে উঠছেনা; যেন কোন এক অজানা দানব হরণ করে নিয়েছে তা l
জীবনের ফেলে আসা সকল ঐতিহ্য আজ চোরাবালিতে নিমজ্জিত
এবারের ঈদ শুধুই আক্ষরিক চিহ্নমালা হয়ে থাকবে সবার মাঝে l
ঈদ মানে আনন্দ আর মহামিলন শুধু দূর থেকে
হাত নাড়ানো শুভেচ্ছা বাণী বিনিময় কিংবা দূর থেকে শুভকামনার
এক অন্যরকম দৃষ্টান্ত হয়েই রয়ে যাবে সবার জীবনে ll
?????????!?????????????????????????????????
২৪শে মে ২০২০
ভার্জিনিয়া ইউ এস এ

Sunday, May 17, 2020

হয়তো লড়বো, নয় মরবো"

"হয়তো লড়বো, নয় মরবো"
মিজানুর ভূইয়াঁ

আসুন সবাই একই সাথে মরে যাই;
অনাকাঙ্খিত মৃত্যু ঝুঁকি কাঁধে নিয়ে আমরা
আর কারো খেলার পুতুল হয়ে বাঁচতে চাই না l
একজন একজন করে মরে কি লাভ;
এতে করে যারা বেঁচে থাকবে তাদের স্বজন হারানোর
করুন দুঃখ বেদনা সয়ে দিনাতিপাত করতে হচ্ছে l
চরম বিপর্যয় ও প্রতিকূলতার মুখোমুখি দাঁড়িয়ে
জীবনের সকল ঘাত প্রতিঘাতকে সামলিয়ে
জীবনের চরম বাস্তবতাকে সামলে জীবন কাটাতে হচ্ছে l
এর চেয়ে অনেক ভালো সবাই একসাথেই চলে যাই;
ওরাই বেঁচে থাকুক আজীবন, যারা মৃত্যুকূপ পেতে
সর্বদাই মানব নিধনযজ্ঞ লীলায় মেতে থাকতে চায় l
কৌতূহল ও উৎসাহে বেঁচে থাকতে স্বস্তি বোধ করে l
ওরা সমগ্র পৃথিবীকে ওদের সাম্রাজ্য করতলে রেখে
নিজের আত্নতৃপ্তি ও রসনা সাধন করতে চায় l
দেখা যাক মানব বিহীন পৃথিবীতে মানব নামের
দানবেরা একাকী জীবন যাপন করে কতটুকু স্বস্তি পায় !
এরা রাইফেল, কামান, দূর পাল্লার ক্ষেপণাস্র, যুদ্ধবিমান
রণতরী, বিষবাষ্প আর জৈবিক মৃত্যুজীবাণু বানিয়ে
সমগ্র পৃথিবীর বেশিরভাগ সম্পদই  বিনষ্ট করছে l
যেখানে পৃথিবীর কোটি কোটি মানুষ খাদ্য বস্র ও চিকিৎসা
সংকটে প্রতিদিন ধুকেধুকে মরছে , সেইদিকে  ওদের  কোনো  নজরই নেই l  
আজ সমগ্র পৃথিবীময় মানব সৃষ্ট এই জৈবিক মারণাস্র
এমনি চরম মানবীয় সংকট তৈরী করেছে;
মানুষ স্বাভাবিক রোগে শোকে হাসপাতালের আশপাশ
যেতে পর্যন্ত চরমভাবে শঙ্কাগ্রস্ত, এই মৃত্যু জীবাণুর ভয়ে l
ডাক্তার নার্সরাও এখন ভীষণ শঙ্কার মধ্যে দিয়ে কাটছে
আগের মতো আর সেই মনোযোগ দিয়ে চিকিৎসা
করার সেই মানসিক সাহসই পাচ্ছেনা l
এই মানব নিধক মৃত্যুজীবানু এতোই ভয়ঙ্কর ও জীবনের হুমকি যে;
কোনো স্বাভাবিক মৃত্যুই হউক কিংবা জীবাণুগ্রস্ত মৃত্যুই হউক
পিতামাতা সন্তানের মৃত্যুতে কিংবা পিতামাতার মৃত্যুতে সন্তান,
এমনকি নিজ পরিবারের আপন মানুষগুলো পর্যন্ত একবার
শেষ দেখা কিংবা লাশ সৎকার করার কাজে
অংশগ্রহণ করতে দ্বিধাগ্রস্ত এবং তা আদৌ করতে পারছেনা l
এমনি চরম অমানবিক সংকটের মুখোমুখি পৃথিবীর আজ সময়
এখন ঘুরে দাঁড়াবার অথবা অবাঞ্চিত মৃত্যুকে মেনে নেয়া l
আসুন হয় একই সাথে মৃত্যুকে বেঁচে নেই অথবা রুখে দাঁড়াই
এই মানবরূপী অশুভ দানবীয় প্রেতাত্মাগুলোকে রুখে দেয়ার সংকল্পে l
এখনই সঠিক সময়, প্রয়োজন শুধু সবাই একইসাথে ঘুরে দাঁড়াবার l
*****************************************************************
ভার্জিনিয়া ইউ এস এ
১৫ই মে ২০২০

Friday, May 8, 2020

পরিবেশ রক্ষা আন্দোলন"

"পরিবেশ রক্ষা আন্দোলন"
মিজানুর ভূইয়াঁ

মানুষ যখন ব্যাবিচারে নির্মূল করছে
প্রাকৃতিক পরিবেশ আর বৃক্ষকূল l
পাখিরাও আজ তাই প্রতিবাদ মুখর
নিজেদের দাবী করবে উশুল l
বৃক্ষ ছেড়ে তাই আজ প্রতিবাদ সভা
বসে বৈদ্যুতিক তারে l
সবাই মিলে করছে কঠিন যুদ্ধপণ
দেখা যাক কে জীতে; আর কে হারে l
পৈতৃক আবাসন মানুষ নিচ্ছে কেড়ে
তাওকি এতো সহজে দেয়া যায় ছেড়ে l
পাখিদের মনে তাই ভীষণ ক্ষোপ
থাকা যায়না আর একেবারেই চুপ l
মনে নিয়ে বজ্র কঠিন প্রতীজ্ঞা
ঘর ছেড়ে সবাই মিলেছে মহাসম্মেলনে l
লড়াই হবে এবার ভীষণ
প্রতিরোধের অগ্নিবাষ্প জেগেছে সবার মনে l
আর নয় পরিবেশ নিদন
তাই পাখিরাও সবাই মিলে নেমেছে আন্দোলনে l
প্রাকৃতিক পরিবেশ বাঁচলে
বাঁচবে মানুষ; বাঁচবে সকল প্রাণীর আহার ও জীবন ll

২৬ অক্টোবর ২০১৯
ভার্জিনিয়া ইউ এস এ

একজন বীরের চিরবিদায়

“একজন বীরের চিরবিদায়”
মিজানুর ভূইয়াঁ

আজ থেকে ভাই আমাদের মাঝে
আর নেই তুমি l
হাজার স্মৃতি ভাসছে মনের কোণে
হৃদয় পুড়ে স্বশানভূমি l
মা ও বাবার আদরের বড় ছেলে
তাদের কাছেই চলে গেলে l
মাকে তুমি না বলে যুদ্ধে যখন গেলে
কেঁদেছিলো মা নিরবে চোখের জল ফেলে l
চলে তুমি গেলে যখন বিশ্ব জুড়ে
ভয়াল ঘাতক মৃত্যু জীবাণুর মহা তান্ডব খেলা l
একটু সুযোগ মেলেনি আমাদের
এসে তোমার সাথে করবো শেষ দেখা l
যন্ত্রণারই দগ্ধ দহন মনের ভেতর
পুড়ে পুড়ে হচ্ছে শুধু সারা l
আমাদের ছেড়ে এতোই জলদি তুমি চলেগেলে
তাই ভেবেই হলেম দিশেহারা l
বলার কিছুই নেইযে আর মনকে শুধুই প্রবোধ দিচ্ছি
এই কথাটিই ভেবে l
যুদ্ধজয়ী বীর মুক্তিসেনা তুমি এনেছো দেশ জয়ে
মা ও বাবার শান্তি ছায়ায় আছো তুমি শুয়ে l
***************************************
৩রা মে ২০২০
ভার্জিনিয়া ইউ এস এ

চিরজীবি প্রকৃতি”

“চিরজীবি প্রকৃতি”
মিজানুর ভূইয়াঁ

দুর্যোগে মানুষ থেমে গেছে
থমকে গেছে ভীষণ আতঙ্কে l
দুমড়ে মুচড়ে জ্বলসে গেছে
যদিও মনে পুষছে বেঁচে থাকার
অদম্য চেষ্টা ও বাসনা l
প্রকৃতি থামেনি;
প্রকৃতি অপার অসীম l
প্রকৃতি চির সত্য ও চির সুন্দর
প্রকৃতি উদার ও অকৃপণ l
আপন সুন্দর্য লীলায় বেড়ে উঠছে
দৃষ্টি নন্দন অপরূপ সুন্দর্যতা নিয়ে l
প্রকৃতি আজ স্বস্থির নিঃস্বাশ নিচ্ছে
মানবীয় নিধন থেকে ক্ষানিক রেহাই পেয়ে l
তাই আজ চারিদিকে মেলে দিয়েছে
তার প্রস্ফুটিত রঙিন ডানা গুলো l
কোনো একদিন সকল জীবের
হয়ে যাবে জীবনাবসান;
চির বিজয়ী প্রকৃতিই রয়ে যাবে অবিনশ্বর !

৬ই মে ২০২০
ভার্জিনিয়া ইউ এস এ