Tuesday, December 25, 2018

"সময় এভাবেই বয়ে যায়" 

"সময় এভাবেই বয়ে যায়"
মিজানুর ভূইয়াঁ

এভাবেই কেটে যায় জীবনের সবকটি ক্ষণ
যেভাবে কেটেছে কাল সকাল;
তার পর রাত তার পর এলো আজ সকাল
আবার হলো সন্ধ্যে l
রাত কেটে গিয়ে আবার হবে ভোর
আরেকটি দিন এভাবেই কেটে যাবে আগামী কাল l
কেটে গেছে জীবনের কতো দিন মাস বছর
আর এভাবেই জীবন আজ এখানে
যেখানে জীবনের অর্ধশত বছর;
নিয়ে এসেছে আমাকে আর এমনি করে
সবাইকে নিয়ে আসে কোনো এক সন্ধিক্ষণে l
তার পর কোনো এক সময় আর চলেনা থেমে যায় l
তখনও দিন হয়, রাত হয়, মাস আসে, বছর আসে
এভাবেই প্রতিনিয়ত
তবে সে জীবনটি আর সময়ের ঘড়ির অপেক্ষায় থাকেনা l নিস্তব্ধ নিথর নিস্প্রান একটি জড়ো পদার্থ মাত্র
কি অদ্ভুত নিয়তির এই জীবন দেয়া আর নেয়ার খেলা মাঝখানে শুধু একটু যাত্রা বিরতি l
আর এরই মাঝে কতো আশা ভরসা দুঃখ হতাশা আর জীবনের রং বেরংয়ের তামাশা
সময় এভাবেই বয়ে যায় ll *********************************************২৫ ডিসেম্বর ২০১৮
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment