Monday, December 17, 2018

"সবিতা শুনেনি কবিতা"   

"সবিতা শুনেনি কবিতা"
মিজানুর ভূইয়াঁ

লিখবো আর কতো কবিতা
আজও হাসেনিতো সবিতা ।
লিখেছি প্রায় অর্ধ সহস্র্র
বৃথাই রোধন বৃথাই ঝরেছে অশ্রু ।
গলেনিতো একটুও তাহার মন ও প্রাণ
শুধুই দিনের পর দিন বেড়েছে অভিমান ।
সূর্যের আলোতে স্নান করাবো বলে যে চেষ্টা
অন্ধকারেই রয়ে গেলো মিটিলোনা সেই তেষ্টা ।
ভেবেছিলেম শুনিবে সে শান্তির বাণী
সে পথে সে কখনোই আসেনি ।
দিনরাত যতই করেছি সুখ যপনা
বিভ্রাট বেড়েছে, সে কথা কখনোই হয়নি মানা ।
সবিতাকে নিয়েই যতোসব কবিতা
তবুও সবিতা হয়নি মনের মিতা ।
দিনরাত সাদা কাগজ কালো অক্ষরে ভরেছে
সবিতার মনে একটুওকি দাগ কেটেছে !
কি এমন পাষান পাথরে গড়া এই মন
যেমন ছিল আগে এখনো তেমন ।
রোদ ছায়া বৃষ্টিতে নেই কোনো সৃষ্টিতে
একেবারে অনড় যতসব অনাসৃস্টিতে ।
ভাবনার জগৎ থেকে যতসব লেখা
হলোনা একটুও কাজ সব গেলো ফাঁকা ।।
*******************************
১৭ ডিসেম্বর ২০১৮
ভার্জিনিয়া ইউ এস এ

           

No comments:

Post a Comment