Tuesday, December 25, 2018

"সময় এভাবেই বয়ে যায়" 

"সময় এভাবেই বয়ে যায়"
মিজানুর ভূইয়াঁ

এভাবেই কেটে যায় জীবনের সবকটি ক্ষণ
যেভাবে কেটেছে কাল সকাল;
তার পর রাত তার পর এলো আজ সকাল
আবার হলো সন্ধ্যে l
রাত কেটে গিয়ে আবার হবে ভোর
আরেকটি দিন এভাবেই কেটে যাবে আগামী কাল l
কেটে গেছে জীবনের কতো দিন মাস বছর
আর এভাবেই জীবন আজ এখানে
যেখানে জীবনের অর্ধশত বছর;
নিয়ে এসেছে আমাকে আর এমনি করে
সবাইকে নিয়ে আসে কোনো এক সন্ধিক্ষণে l
তার পর কোনো এক সময় আর চলেনা থেমে যায় l
তখনও দিন হয়, রাত হয়, মাস আসে, বছর আসে
এভাবেই প্রতিনিয়ত
তবে সে জীবনটি আর সময়ের ঘড়ির অপেক্ষায় থাকেনা l নিস্তব্ধ নিথর নিস্প্রান একটি জড়ো পদার্থ মাত্র
কি অদ্ভুত নিয়তির এই জীবন দেয়া আর নেয়ার খেলা মাঝখানে শুধু একটু যাত্রা বিরতি l
আর এরই মাঝে কতো আশা ভরসা দুঃখ হতাশা আর জীবনের রং বেরংয়ের তামাশা
সময় এভাবেই বয়ে যায় ll *********************************************২৫ ডিসেম্বর ২০১৮
ভার্জিনিয়া ইউ এস এ

 "The OneMic" 

My Salutes and tribute welcome  to the OneMic organizers( Kamrul Khan Linkon & Ruma Khan, Liton Khan) and the mentor Dr. Faizul Islam for thinking of such a great platform to offer generations to get along for a good cause.

                 The story never been told

                               "The OneMic"

The OneMic is a Dynamic thought to bring new generations together on a stage and keeping in touch under family and community warmth environment to make the world more stronger.

The OneMic is a call to the generations to get on OneStage and tell their story of dreams, desires, believes, activities, plans to make the community best for harmonious living.

The OneMic is a stage where a microphone is open for the individuals to stand and speaks his/her own ideas and thoughts about the family, community and the world.

The OneMic is a forum where generation gets along with each other's to exchange their own thoughts and ideas and stay with real friendly relationship for a longer time.

The OneMic is the source of finding the own roots and to carry-on to the belongings of heredity to discover a peaceful living with good understanding among each other's.

The OneMic is an Umbrella where all ideas and thought formulates together to create a new hate/Aggression free world where everyone can live with dignity and peace.

The OneMic is to protect the pre-owned heredities' and finding the right path for the individual's who lost or may got confused and need a proper guidance to back into the right track.

The OneMic is just not a dream but it's a reality of life to cheer and share the love, affections, feelings, excitements and above all living happier with caring and sharing with others.

The OneMic is a new resolutions between generation to generation carry-on to the message of peace, solidarity with harmonious relationship, prosperity for all and holding up the chain of relationship for pre-owned cultural heredity and believes.

The One Mic is a platform against injustice, hatred, racism and any inhumane actions.

The objectives of OneMic is to holding up the values and ethics, the moralities towards the families, communities and for the world should always remain soft and tolerant with full of respects and dignity.....

-----Mizanur Bhuiyan

Monday, December 17, 2018

"সবিতা শুনেনি কবিতা"   

"সবিতা শুনেনি কবিতা"
মিজানুর ভূইয়াঁ

লিখবো আর কতো কবিতা
আজও হাসেনিতো সবিতা ।
লিখেছি প্রায় অর্ধ সহস্র্র
বৃথাই রোধন বৃথাই ঝরেছে অশ্রু ।
গলেনিতো একটুও তাহার মন ও প্রাণ
শুধুই দিনের পর দিন বেড়েছে অভিমান ।
সূর্যের আলোতে স্নান করাবো বলে যে চেষ্টা
অন্ধকারেই রয়ে গেলো মিটিলোনা সেই তেষ্টা ।
ভেবেছিলেম শুনিবে সে শান্তির বাণী
সে পথে সে কখনোই আসেনি ।
দিনরাত যতই করেছি সুখ যপনা
বিভ্রাট বেড়েছে, সে কথা কখনোই হয়নি মানা ।
সবিতাকে নিয়েই যতোসব কবিতা
তবুও সবিতা হয়নি মনের মিতা ।
দিনরাত সাদা কাগজ কালো অক্ষরে ভরেছে
সবিতার মনে একটুওকি দাগ কেটেছে !
কি এমন পাষান পাথরে গড়া এই মন
যেমন ছিল আগে এখনো তেমন ।
রোদ ছায়া বৃষ্টিতে নেই কোনো সৃষ্টিতে
একেবারে অনড় যতসব অনাসৃস্টিতে ।
ভাবনার জগৎ থেকে যতসব লেখা
হলোনা একটুও কাজ সব গেলো ফাঁকা ।।
*******************************
১৭ ডিসেম্বর ২০১৮
ভার্জিনিয়া ইউ এস এ