Friday, July 21, 2017

  "হৃদয়ের তুমি কুমিল্লা"



   "হৃদয়ের তুমি কুমিল্লা"
মিজানুর ভূঁইয়া


পারিনা ভুলিতে তোমায় কুমিল্লা
যেখানে গড়েছে তিলে তিলে
রক্তে মাংসে গড়া এই দেহখানা।
দিয়েছো একটি সরল সতেজ প্রাণ
আবেগ আর ভালোবাসার মায়া
প্রথিত যে ভূমিতে; লালিত এই জীবন
তারই শ্যামল ছায়ায় কেমনে পারি তাহা ভুলিতে।
শৈশব আজও পিছু ডাকে;
সেই স্মৃতি মনে আজও ক্রন্দন জাগে
মনের অজান্তে ভেসে যায় দুনয়ন অশ্রু বারিতে।
হৃদয় শুকিয়ে হয় তৃষ্ণার জলবিহীন
চৈত্রের তাপদাহে চৌচির ফেটে যাওয়া ভূমি।
প্রাণের ছোঁয়া যে মাটিতে মিশে আছে
অনেক যত্নে করেছিল আমায় লালন।
পাড়া ঘুরে বেড়ানো সেই উদ্যম কিশোর বেলা
দুপুর গড়িয়ে সন্ধে; তবুও বন্ধু সঙ্গতায় ব্যস্ত সময়।
জীবনের এই মধ্যে বেলায়;
পৃথিবীর এই প্রান্ত থেকে ঐ প্রান্ত কেটেছে অনেক সময়।
তবুও সেই শ্যামল মায়া ডাকে হাত ছানি দিয়ে
ফিরে যেতে মন চায় সেই প্রীতিভরা আঙ্গিনায়
মিশে যেতে ইচ্ছে হয় সেই শান্ত ভূমিতে একেবারে।
যেখানে গড়ে উঠেছিল এই দেহ মন
পিতৃ মাতৃ ভূমি বিসর্জিত এই আমি।
প্রাণ মন শুধুই ধেয়ে ধেয়ে যায় ছুটে
জীবনের সব ঋণ করে দিতে পরিশোধ।
তারই মাঝে; যে মাটিতে মিশে গেছে
জন্মদাতা আর জন্মদাত্রীর সরল দুটি প্রাণ।
কেমনে ভুলি তোমায় কুমিল্লা;
তুমি এই অন্তরে শৈশবে করে নিলে স্থান
আজও তোমার মায়াভরা স্মৃতি চির অম্লান।
♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡

২১ জুলাই ২০১৭
ভার্জিনিয়া ইউ এস এ

   

Tuesday, July 4, 2017

প্রকৃতির গান:- 

প্রকৃতির গান:-

আকাশভরা মেঘেরা দলে দলে উড়ে চলে
কতো কথা তারা কানে কানে বলে ll
দুলে দুলে প্রাণের হিল্লোলে করে কতো মাখামাখি l

জলধারা বুকে নিয়ে শান্তির বর্ষণ হয়ে ঝরে
থোকা থোকা গুচ্ছ ছায়া আকাশ জুড়ে আবির মায়া ll
শান্তির শীতলতায় জুড়ায় তপ্তবায়ু l

কতো মধুময় প্রীতিভরা ছন্দ তালে তালে
আকাশ জুড়ে মেঘেরা কতো খেলা করে ll
প্রাণ সুধাময় মিতালীর তালে গুনগুন গান করে
শান্তির বারী বুকে নিয়ে সারা আকাশ ঘুরে l

 জুলাই ০৪ ২০১৭

"মানুষরূপী কঙ্কাল"

"মানুষরূপী কঙ্কাল"
মিজানুর ভূঁইয়া

নিন্দুকেরা জ্বলে পুড়ে মরে
অন্তর সদাই চিতার আগুনে দাহে।
চিত্তে কেবলি অশান্তি রহে
পর শান্তি খ্যাতি জোশে
বিদ্বেষ আর ক্রোধে ফেটে পড়ে রোষে।
অন্তরে তাহার শান্তি করেনা বসবাস
তাই অপরের কুৎসা রটনায় করে শুধু ফুসফাস।
সুন্দর সৃষ্টিকে দেখে অসুন্দরের চোখে
ঈর্ষা যন্ত্রনায় তাই সদা নিজে ভোগে।
অসুস্থ্য চিন্তায় শুধুই ধ্বংস লীলা খোঁজে
শান্তির মনমন্দিরে তাই শুধুই ঢিল ছোড়ে।
প্রীতিময় সুপম্পর্কের বন্দন যেখানেই দেখে
কৌশলে সেখানে ঘৃণার অগ্নি মাখে।
হীনমন্যতা অসুস্থ্য চিন্তা মনে যারা পোষে
শান্তির স্বর্গে অশান্তির খেলায় ফেটে পড়ে ত্রাসে।
এরা মানুষ নয়; হৃদয়হীন নিস্প্রান কঙ্কাল
ভূত পেত্নী আর মানবরুপী জঞ্জাল।
*********************************
০৪ জুলাই ২০১৭
ভার্জিনিয়া ইউ এস এ