Saturday, March 4, 2017

"ফুল ভেবে ভুল"

"ফুল ভেবে ভুল"
মিজানুর ভূঁইয়া

যে ফুল যতন করে নিয়েছিলাম তুলে
দেখতে যদিও ফুল, ভরা শত ভুলে।
আলোতে ফোটেনা সে ফুল
অন্ধকারেই সে যে একেবারেই মশগুল।
যতই চাহি রাখিবো তাকে আলোক কাননে
সে শুধুই ধেয়ে যায় অন্ধকার ভুবনে।
আলোকেরে নাহি চাহে; সে চেনেনা আলোকের পথ
আলোক দেখিয়া বিদ্ধেষে আসে তার ক্রোধ।
অন্ধকারভুবনে বসিয়া সে মনে মনে ভাবে
আলোকেরে কিভাবে সে গলা চিপে দিবে।
ফুলের ভুলে ধরা পড়ে এই জীবন
অবশেষে হলো বুঝি সকল আশার পতন।
ফুলেই যদি ভুল থাকে ফসলের আশা কম
আশার বুক ভেঙে জীবনের হয় ছন্ধ পতন।
*****************************************
মার্চ ০৪ ২০১৭
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment