Saturday, September 24, 2016

"রবিরশ্নি শ্রেয়া"

"রবিরশ্নি শ্রেয়া"
মিজানুর ভূঁইয়া

সুকেশিনী সুবেশিনী হাসি মুখভরা ...
সংগীত মুখে তার অমৃত ঝরা।
কণ্ঠে কি জাদু তার রবি রাগে উচ্চধার
দরদমাখা রবি সুর শুনিতে লাগে মধুর।
ভগবান গড়েছে তাকে দেবীতুল্য বচনে
পুলকিত হাসি সদা থাকে দু'নয়নে।
অধীর হয়ে শুনি রবি সুর
কণ্ঠে তাহার বেজে উঠে ধ্বনি সুমধুর।
আকাশে বাতাসে ভাসিয়া বেড়ায়
সুললিত সুরের মূর্ছনা।
দুই ঠোঁটের ফাঁকে সদা রহে
মিষ্টি হাসির অনাবিল ফুটে উঠা জ্যোস্না।
রূপে গুনে শ্রেষ্ট যেমন
নামেও তেমনি শ্রেষ্ঠের শ্রেয়া।
মানুষের হৃদয়ে রয়েছেন দেবী হয়ে
আর কোনো এক সৌভাগ্যবানের আদুরিনি প্রিয়া।
***************************

২৩ সেপ্টেম্বর ২০১৬
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment