Saturday, September 10, 2016

"অরণ্যে রোধন"

  "অরণ্যে রোধন"
মিজানুর ভূঁইয়া  



শুস্ক মরুভূমির কাছে জল চেয়ে কি লাভ
সেতো  নিজেই শুকিয়ে করছে খাঁ খাঁ।
হৃদয়য়ের শুস্কতা নিয়ে যে ভালোবাসা মাগে
ভালোবাসার বর্ষণ ধারায় ভিজেনা তার মনের ভূমিটুকু।
শুকনো মরুভূমিতে চাষাবাদের আশাই বৃথা
নিতশ ভূমিতে ফসল ফলানোর
সকল সম্ভবনা যেখানে শুধুই দুরাশা মাত্র।
ধার করা বৃষ্টির জলে আবাদভূমি যতটুকু ভিজে
বাস্প হয়ে উড়ে যায়; আবার সেই শুকিয়ে খাঁ খাঁ।
গহীন অরণ্যে বসে রোধন করেও যেমন
কখনোই মিলেনা তার কোনো সুফল।
বোধহীন হৃদয় দরজায় বার বার কড়া নেড়েও
তেমনি যায়না খোলা প্রেমানুভুতির কপাট ।   
পাষান পাথরে আঘাত করে শুধুই তার ক্রন্দন শোনা
সুরের মূর্ছনার আশা; শুধুই স্বপ্ন ভঙ্গের সামিল।
প্রেম জোয়ারে টগবগ করে ভাসতে হলে
হৃদয় সমুদ্রে জাগাতে হয় ঢেউয়ের প্রাচুর্যতা ।
ঢেউহীন উত্তাপহীন সমুদ্র জলে
নিথর নিস্তব্ধতায় অন্ধকার নেমে আসে,
কাঁধে সুমুদ্রজল নিঃশব্দে নীরবে; উল্লাসহীন যন্ত্রনায় ।
ভালবাসার জলে হৃদয়ভূমি ভিজিয়ে ফসল ফলাতে    

প্রয়োজন কিছুটা নিজস্ব  রসালোতা ও উর্বরতা।
বৃষ্টির জল তাতে সামিল হয়ে বাড়িয়ে দিতে পারে ফসলের সম্ভাবনা
কর্ষিত কানন এভাবেই ভরে উঠে পুস্প পল্লবতা আর ফসলে।
==========================
 ১০ সেপ্টেম্বর ২০১৬
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment