কবি সৈয়দ শামসুল হকের সদ্য বিদেহী আত্মার স্বরণে শ্রদ্ধাঞ্জলি :-
"তুমি রবে স্মৃতির মনমন্দিরে" মিজানুর ভূঁইয়া
মনে পড়ে আজ স্মৃতি বিজড়িত সেই সব কথা স্বরচিত কবিতার মঞ্চে বহুবার হয়েছিল দেখা। হয়েছে দেখা বাংলা একাডেমি মঞ্চে, হয়েছে দেখা জাতীয় কবিতা উৎসবে, হয়েছে দেখা বহুবার টি এস সি চত্বরে, হয়েছিল দেখা শাহবাগ মোড়ে, পাবলিক লাইব্রেরি আঙ্গিনায়। হয়েছিল দেখা বহুবার নীলক্ষেতের মোড়ে, হয়েছিল দেখা অনেক অনেক বার রমনা পার্কের বেঞ্চিতে বসে ছিলে পাশে সাথী নিয়ে, অথবা কখনো নিঃসঙ্গ একা ভাবনার জগতে নিমগ্ন ছিলে নতুন সৃষ্টির খেয়ালে ধ্যানমগ্নতায়। কখনো দেখেছি বসে অপরাজেয় বাংলার পাদদেশে চির উন্নত চিত্তে ভাবনার জগৎ নিয়ে ব্যস্ত অথবা সঙ্গীদের সাথে আলাপচারিতায় কাটাচ্ছেন সময়। এসব সব কিছুই আজ এই পৃথিবীর কাছে শুধুই পুরোনো স্মৃতির ঝলসানো এক একটি পাতা মাত্র। তুমি চলে গেলে হে কবি; তবে রেখে গেলে হাজারো স্মৃতির চিহ্ন সর্বত্র, এই বাংলার প্রতিটি ধূলি কণায়, বইয়ের পাতায় এবং তোমার প্রতিটি প্রকাশনায়। তুমি চলে গেলে ঠিকই তবে তোমার মুক্ত স্বাধীন চিন্তা, দর্শন ও স্বাধীন বাংলাদেশের ভাবনা এদেশের সকল বহমান নদীগুলো এবং বাতাস আজীবন বয়ে বেড়াবে। তোমার সকল কৃত্তি, তোমার মুক্ত মনের বারতা আজীবন রয়ে যাবে বাংলা ভাষাভাষী সকল হৃদয়ে স্মৃতির মিনার হয়ে; হে সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক।। ******************************** ২৭ সেপ্টেম্বর ২০১৬ ভিজিনিয়া ইউ এস এ