Tuesday, September 27, 2016

"তুমি রবে স্মৃতির মনমন্দিরে"

কবি সৈয়দ শামসুল হকের সদ্য বিদেহী
আত্মার স্বরণে শ্রদ্ধাঞ্জলি :-



"তুমি রবে স্মৃতির মনমন্দিরে"
মিজানুর ভূঁইয়া

 
মনে পড়ে আজ স্মৃতি বিজড়িত সেই সব কথা
স্বরচিত কবিতার মঞ্চে বহুবার হয়েছিল দেখা।
হয়েছে দেখা বাংলা একাডেমি মঞ্চে,
হয়েছে দেখা জাতীয় কবিতা উৎসবে,
হয়েছে দেখা বহুবার টি এস সি চত্বরে,
হয়েছিল দেখা শাহবাগ মোড়ে,
পাবলিক লাইব্রেরি আঙ্গিনায়।
হয়েছিল দেখা বহুবার নীলক্ষেতের মোড়ে,
হয়েছিল দেখা অনেক অনেক বার
রমনা পার্কের বেঞ্চিতে বসে ছিলে পাশে সাথী নিয়ে,
অথবা কখনো নিঃসঙ্গ একা ভাবনার জগতে
নিমগ্ন ছিলে নতুন সৃষ্টির খেয়ালে ধ্যানমগ্নতায়।
কখনো দেখেছি বসে অপরাজেয় বাংলার পাদদেশে
চির উন্নত চিত্তে ভাবনার জগৎ নিয়ে ব্যস্ত অথবা
সঙ্গীদের সাথে আলাপচারিতায় কাটাচ্ছেন সময়।
এসব সব কিছুই আজ এই পৃথিবীর কাছে শুধুই
পুরোনো স্মৃতির ঝলসানো এক একটি পাতা মাত্র।
তুমি চলে গেলে হে কবি; তবে রেখে গেলে হাজারো
স্মৃতির চিহ্ন সর্বত্র, এই বাংলার প্রতিটি ধূলি কণায়,
বইয়ের পাতায় এবং তোমার প্রতিটি প্রকাশনায়।
তুমি চলে গেলে ঠিকই তবে তোমার মুক্ত স্বাধীন চিন্তা,
দর্শন ও স্বাধীন বাংলাদেশের ভাবনা এদেশের সকল
বহমান নদীগুলো এবং বাতাস আজীবন বয়ে বেড়াবে।
তোমার সকল কৃত্তি, তোমার মুক্ত মনের বারতা
আজীবন রয়ে যাবে বাংলা ভাষাভাষী সকল হৃদয়ে 
স্মৃতির মিনার হয়ে; হে সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক।।
********************************

২৭ সেপ্টেম্বর ২০১৬
ভিজিনিয়া ইউ এস এ



 

 

 

Saturday, September 24, 2016

"রবিরশ্নি শ্রেয়া"

"রবিরশ্নি শ্রেয়া"
মিজানুর ভূঁইয়া

সুকেশিনী সুবেশিনী হাসি মুখভরা ...
সংগীত মুখে তার অমৃত ঝরা।
কণ্ঠে কি জাদু তার রবি রাগে উচ্চধার
দরদমাখা রবি সুর শুনিতে লাগে মধুর।
ভগবান গড়েছে তাকে দেবীতুল্য বচনে
পুলকিত হাসি সদা থাকে দু'নয়নে।
অধীর হয়ে শুনি রবি সুর
কণ্ঠে তাহার বেজে উঠে ধ্বনি সুমধুর।
আকাশে বাতাসে ভাসিয়া বেড়ায়
সুললিত সুরের মূর্ছনা।
দুই ঠোঁটের ফাঁকে সদা রহে
মিষ্টি হাসির অনাবিল ফুটে উঠা জ্যোস্না।
রূপে গুনে শ্রেষ্ট যেমন
নামেও তেমনি শ্রেষ্ঠের শ্রেয়া।
মানুষের হৃদয়ে রয়েছেন দেবী হয়ে
আর কোনো এক সৌভাগ্যবানের আদুরিনি প্রিয়া।
***************************

২৩ সেপ্টেম্বর ২০১৬
ভার্জিনিয়া ইউ এস এ

Saturday, September 10, 2016

"অরণ্যে রোধন"

  "অরণ্যে রোধন"
মিজানুর ভূঁইয়া  



শুস্ক মরুভূমির কাছে জল চেয়ে কি লাভ
সেতো  নিজেই শুকিয়ে করছে খাঁ খাঁ।
হৃদয়য়ের শুস্কতা নিয়ে যে ভালোবাসা মাগে
ভালোবাসার বর্ষণ ধারায় ভিজেনা তার মনের ভূমিটুকু।
শুকনো মরুভূমিতে চাষাবাদের আশাই বৃথা
নিতশ ভূমিতে ফসল ফলানোর
সকল সম্ভবনা যেখানে শুধুই দুরাশা মাত্র।
ধার করা বৃষ্টির জলে আবাদভূমি যতটুকু ভিজে
বাস্প হয়ে উড়ে যায়; আবার সেই শুকিয়ে খাঁ খাঁ।
গহীন অরণ্যে বসে রোধন করেও যেমন
কখনোই মিলেনা তার কোনো সুফল।
বোধহীন হৃদয় দরজায় বার বার কড়া নেড়েও
তেমনি যায়না খোলা প্রেমানুভুতির কপাট ।   
পাষান পাথরে আঘাত করে শুধুই তার ক্রন্দন শোনা
সুরের মূর্ছনার আশা; শুধুই স্বপ্ন ভঙ্গের সামিল।
প্রেম জোয়ারে টগবগ করে ভাসতে হলে
হৃদয় সমুদ্রে জাগাতে হয় ঢেউয়ের প্রাচুর্যতা ।
ঢেউহীন উত্তাপহীন সমুদ্র জলে
নিথর নিস্তব্ধতায় অন্ধকার নেমে আসে,
কাঁধে সুমুদ্রজল নিঃশব্দে নীরবে; উল্লাসহীন যন্ত্রনায় ।
ভালবাসার জলে হৃদয়ভূমি ভিজিয়ে ফসল ফলাতে    

প্রয়োজন কিছুটা নিজস্ব  রসালোতা ও উর্বরতা।
বৃষ্টির জল তাতে সামিল হয়ে বাড়িয়ে দিতে পারে ফসলের সম্ভাবনা
কর্ষিত কানন এভাবেই ভরে উঠে পুস্প পল্লবতা আর ফসলে।
==========================
 ১০ সেপ্টেম্বর ২০১৬
ভার্জিনিয়া ইউ এস এ