Saturday, July 30, 2016

"হৃদয় বাবু আর নেই"


"হৃদয় বাবু আর নেই"
মিজানুর ভূঁইয়া



হৃদয় বাবু নাকি মারা গেছে
তাই এই শহরে মানুষের বসবাস আছে,
তবে হৃদয় ঘটিত ব্যাপারে স্যাপার নেই।
সবাই আজকাল ভীষণ ব্যস্ত
সকাল সন্ধ্যা শুধুই ছুটাছুটি আপন কর্মযজ্ঞে।
হৃদয় ঘটিত ব্যাপার নিয়ে
কেউ আর তেমন মাথা ঘামায়না
যতোটা ঘামায় নিজের আখের ঘুছানো নিয়ে ।
শহরের রাস্তাগুলোতেও নিয়ন বাতির
উৎকট আলোর অত্যাচারে
পূর্ণিমার আলোর অস্তিত্বটা টের পাওয়া যায়না।
আকাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা
ক্ষুদ্র ক্ষুদ্র তাঁরাগুলোর খোঁজই মিলেনা ।
যন্ত্রচালিত গাড়ির তুমুল দৌড়া দৌড়ি দেখেই
বুঝা যায়; মানুষ কতো হন্নে হয়ে ছুটছে
আপন মত্ত্ব লালসায়, কে খোঁজে প্রতিবেশী।
কেউ কারো দিকে ফিরে তাকানোর সময় নেই।

আজকাল রাস্তা ঘাটে আর কেউ হাটেনা 
সবাই যার যার গাড়িতে চড়ে বেড়ায় 
তাই কারো সাথে কারো দেখা মেলেনা।   
সীতির সিঁধুর শুকিয়ে চৌচির  
প্রিয় মানুষটি বড়ই ব্যস্ত সময় কাটাচ্ছে।
শুধু রাতে  ঘরে এসে পাশে শোয়া;
আবার ভোর হতেই দৌড় প্রচন্ড ব্যাস্ততায়।
জীবন যেন গাড়ির চাকা হয়ে গেছে
না ঘুরলে কোনো স্বস্তি নেই।
হৃদয় বাবু এতো তাড়াতাড়ি মরে গেলেন যে;
এর জন্য কারো চোখ থেকে দু'ফোটা জলও বেরুলোনা। 
এমন কি কোনো অনুসূচনা নেই তার জন্য।
ঘরে বাইরে সবাই শুধুই ব্যস্ত মুঠো ফোন
আর কম্পিউটার টোকাটুকিতে।
পাশের মানুষটি শুধুই ছায়া।। 
=======================
31 জুলাই 2016
ভার্জিনিয়া u এস

No comments:

Post a Comment