Wednesday, July 30, 2025

“মায়ানদী ও তুমি আমি”

 “মায়ানদী ও তুমি আমি”

মিজানুর ভূঁইয়া 


মায়া নদীর তীরে দাঁড়িয়েছিলাম 

তোমাকে দেখলাম ভাসছো আর জলকেলীতেই ব্যাস্ত !

আমি অবাক হয়ে দেখছিলাম 

তোমার অদ্ভুত শরীরীয় অঙ্গভঙ্গি ঢেউয়ের সাথে নেচে যাচ্ছে !

আমি ক্রমশই অস্থির হয়ে উঠছিলাম 

সেই মুহূর্তেই ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে হয়েছিল তোমায় জড়িয়ে ধরে ভেসে বেড়াতে !

তোমাকে এতো সুন্দর মায়াময় লাগছিলো 

সেটা শুধুই এই বুকের ভেতর হৃদয় নামক অনুভূতিটুকু দিয়েই বুঝে নিয়েছি !

আমি ভাসবো আর হাসবো তোমার সাথে 

এসো যদি ভাসতে আর খেলতে হয়, তবে দুজনে মিলেই সেটা করি !

তুমি হয়ে যাবে নৌকো আর আমি বৈঠা মাঝি 

ভাসতে ভাসতে হারিয়ে যাবো কোনো সুদূরে যেখানে মিলেগেছে আকাশের সীমানা !!

মাঝে মাঝে ঝাঁপ দিয়ে পড়ে যাবো নদী জলে 

তোমায় আমার শক্ত এই দুই বাহু ও বক্ষে জড়িয়ে ভেসে বেড়াবো !!

এই জীবনতো একটাই এবং অনেক ছোট 

তবে আর এতো দ্বিধা এবং বিলম্ভ কেনো ধরো হাতে হাত শক্ত করে !!

হারিয়ে যাই দুজনে মিলে এই নীল জলে যেখানেই শুধুই মায়ানদী  আর তুমি আমি !!


ভার্জিনিয়া, ইউ এস এ 

২৯শে জুলাই ২০২৫ 

(লেখকের সর্বসত্ব সংরক্ষিত)

Monday, July 28, 2025

“মতলবি দুনিয়া নিচ্ছে সব ছিনিয়ে”

 “মতলবি দুনিয়া নিচ্ছে সব ছিনিয়ে”



পেন্ডামিক থেকে শুরু যাহা 

শুরু হলো মানুষের জীবন নিয়ে জুয়া খেলা। 

সামাজিক দূরত্বের বুলি ছড়িয়ে 

মানুষে মানুষে লাগিয়ে দিলো সম্পর্কের তিক্ত তালা। 

সেথা হতে শুরু হলো ঘরে বসে সব কেনাকাটা 

ছোট খাটো ব্যাবসায়ীদের বন্ধ হয়েগেলো বেচাকেনা। 

মোড়লরাই আজকাল সবই করে 

মানুষ আজ শুধুই তাদের ইচ্ছেপুতুলের কারখানা। 

ছোট ব্যাবসায়ীর ব্যাবসা নেই 

চাকুরী বাকরী হারিয়ে মানুষ ঘরে বসে দিশাহারা। 

মুঠোফোনে ডুবে আছে মানুষ দিনরাত্রি 

রাস্তা পেরুচ্ছে কিংবা গাড়ি চালাচ্ছে একেবারে বেপরোয়া। 

দিনদিন এভাবে মানুষকে বোকা বানিয়ে 

নিচ্ছে চতুর জান্তা স্বর্গের চাবি নিজ হাতে তুলে। 

মানুষ আমরা এতোই যে বোকা 

টের পাচ্ছিনা ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চিত অন্ধকারে যাচ্ছে হারিয়ে ?

এই হলো পেন্ডামিকের আসল ভণ্ডামি 

কিছু মতলবি জান্তা সেই সুযোগে নিচ্ছে সব কিছু হাতিয়ে। 

মানুষ চোখবুঁজে দিনরাত শুধুই ছুটছে অজানার পথে 

নতুন নতুন এপ্লিকেশন পেয়ে দিনরাত মত্ত্ব তাহা নিয়ে। 

এরি মাঝে এসেগেছে ভৌতিক কৃত্তিম মেধা 

তাই নিয়ে হৈচৈ মানবীয় আসল বিদ্যাবুদ্ধি সব একেবারে ফাঁকা। 

আসবে হয়তো সেই সময় কেউ স্কুলে আর যাবেনা 

কষ্ট করে লেখাপড়া করেওতো এর মূল্য তেমন পাবেনা। 


(চলবে……)