“মায়ানদী ও তুমি আমি”
মিজানুর ভূঁইয়া
মায়া নদীর তীরে দাঁড়িয়েছিলাম
তোমাকে দেখলাম ভাসছো আর জলকেলীতেই ব্যাস্ত !
আমি অবাক হয়ে দেখছিলাম
তোমার অদ্ভুত শরীরীয় অঙ্গভঙ্গি ঢেউয়ের সাথে নেচে যাচ্ছে !
আমি ক্রমশই অস্থির হয়ে উঠছিলাম
সেই মুহূর্তেই ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে হয়েছিল তোমায় জড়িয়ে ধরে ভেসে বেড়াতে !
তোমাকে এতো সুন্দর মায়াময় লাগছিলো
সেটা শুধুই এই বুকের ভেতর হৃদয় নামক অনুভূতিটুকু দিয়েই বুঝে নিয়েছি !
আমি ভাসবো আর হাসবো তোমার সাথে
এসো যদি ভাসতে আর খেলতে হয়, তবে দুজনে মিলেই সেটা করি !
তুমি হয়ে যাবে নৌকো আর আমি বৈঠা মাঝি
ভাসতে ভাসতে হারিয়ে যাবো কোনো সুদূরে যেখানে মিলেগেছে আকাশের সীমানা !!
মাঝে মাঝে ঝাঁপ দিয়ে পড়ে যাবো নদী জলে
তোমায় আমার শক্ত এই দুই বাহু ও বক্ষে জড়িয়ে ভেসে বেড়াবো !!
এই জীবনতো একটাই এবং অনেক ছোট
তবে আর এতো দ্বিধা এবং বিলম্ভ কেনো ধরো হাতে হাত শক্ত করে !!
হারিয়ে যাই দুজনে মিলে এই নীল জলে যেখানেই শুধুই মায়ানদী আর তুমি আমি !!
ভার্জিনিয়া, ইউ এস এ
২৯শে জুলাই ২০২৫
(লেখকের সর্বসত্ব সংরক্ষিত)