Wednesday, May 11, 2022

"গ্রাম-বাংলার বৈশাখী মেলা"

 "গ্রাম-বাংলার বৈশাখী মেলা"  

মিজানুর ভূইয়াঁ

আজো মনে পড়ে কালিবাড়ীর কালিয়া তলার
সেই বিশাল বটগাছের নিচে উৎসবমুখর বৈশাখী মেলার চিত্র l
সচরাচর দিন-দুপুরেও যেখানে কেউ যেতোনা
জীন-ভূতের আতঙ্ক ও ভয়ের কারণে,
সেখানেই প্রতিবছর বৈশাখ এলেই জমে উঠতো
জমজমাট বৈশাখী মেলা হাজার লোকের উৎসবমুখরতায় l
গ্রাম-বাংলার শ্যামল কোমল বটের ছায়ায়
জমে উঠতো প্রাণের এই বৈশাখী মেলা l
কামার কুমার তাঁতীরা সব হেটে আসতো দূর দূরান্ত হতে-
হস্তশীল্পের কারুকার্য, মেলার শোভা ছিল চারিদিকে অপরূপ l
বাঁশের বাঁশি আর হরেক রকম রঙ্গিন চরকা ছিল মেলার প্রাণ
ঢোল তবলা বাঁশির সুরে  নাচ আর কীর্তন ছিল খুবই প্রাণবন্ত l
মেলায় শিশু কিশোরদের  রঙ্গিন ঘুড়ি উড়ানো
আর নাটাই সুতায় ঘুড়ি কাটাকাটি ছিল এক মনোরম উৎসব l
চারিদিক থেকে ছুটে আসতো উৎসুক শিশু কিশোর
আবাল বৃদ্ধ-বনিতা নারী পুরুষ সবাই এই প্রাণের মেলায় l
গ্রামের কৃষক পসরা বসাতো নিয়ে এসে নানা রকম  
ফল ফলাদী শাক-সবজী ধান চাউল আর কাউনের  সমাহার l
প্রাণের  উচ্ছ্বাস  ও আনন্দ নিয়ে  কেটে যেতো দিন
গ্রাম-বাংলার সেই চিরন্তন বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের মেলা l
গ্রামের সেই কোমল স্নিগ্ধ সবুজ সমারোহের জীবন প্রবাহে বেড়ে উঠা
সহজ সরল মানুষগুলোর সীমিত চাহিদায় আনন্দ ছিল অপার l
গ্রাম-বাংলার কালিয়া তলার সেই প্রাণের বৈশাখী মেলা
আজও মনকে তাড়িয়ে নিয়ে যায় সেখানে, এই প্রবাস জীবন থেকে l
সেই সহজ সরল জীবনের আনন্দটুকু প্রাচুর্যময় আধুনিক জীবনের
খোলসে কিছুটা ঢেকে গেলেও; মন থেকে আজও মুছে যায়নি ll

---------------
বুধবার ২৭সে বৈশাখ, ১৪২৯
ভার্জিনিয়া, ইউ এস এ

May 11 2022

No comments:

Post a Comment