Thursday, December 22, 2022

“বাংলাদেশ এসোসিয়েশন অফ আমেরিকার সাম্প্রতিক নির্বাচন ও কিছু বিভ্রাট”

 

Please read the bellow

                              “বাংলাদেশ এসোসিয়েশন অফ আমেরিকার সাম্প্রতিক নির্বাচন কিছু বিভ্রাট”

"সুপ্রিয় সুধী সীমীপে"

বাংলাদেশ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক; বাংলাদেশীদের উত্তর আমেরিকাতে সর্বপ্রথম ঐতিহ্যবাহী সমাজ সেবামূলক প্রতিষ্ঠান বিগত ৫০ বছর যাবৎ বৃহত্তর ওয়াসিংটন এলাকায় ( ভার্জিনিয়া, মেরিল্যান্ড ওয়াশিংটন ডিসি) এলাকায় অত্যান্ত সুনাম এবং দক্ষতার সাথে সমাজের সকল শ্রেণীর মানুষকে নিরবিচ্ছন্নভাবে সামাজিক সেবা বিভিন্ন বিষয়ে সার্বিক সহযোগিতা করে আসছে l তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময় আমাদের সমাজের অগণিত বরেণ্য নিবেদিত প্রাণ ব্যাক্তিবর্গ সেই ধারার সাথে সম্পৃক্ত হয়ে নিজেদের সততা, আন্তরিকতা, মেধা শ্রম দিয়ে এই প্রতিষ্ঠাটিকে একটি অনন্য সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে সাধারণ মানুষের দোর গোড়ায় পৌছে দিতে সক্ষম হয়েছেন। তাদের সততা, আন্তরিকতা এবং পরম ত্যাগ এর ফলশ্রুতিতেই বাই(BAAI) আজ ঐতিহ্যর শীর্ষে স্থানে অবস্থান করতে সম্মত হয়েছে 

কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে, এর মাঝে বিভিন্ন সময়ে বাইকে (BAAI) কিছু কিছু চরম দুর্যোগ মুহূর্তের মধ্যে দিয়েও যেতে হয়েছে।  তেমনি একটি চরম দুর্যোগ পরিস্থিতির উদ্ভবও এইবার বাইয়ের (BAAI) ২০২৩-২০২৪ কার্যকরী কমিটির নির্বাচনকে কেন্দ্র করে অবতারণা হয়েছে।  সঙ্গত কারণেই একটি সংঘটনের পরিচালনাকারী কর্মকর্তা সদস্যবৃন্দ ন্যায়-নিষ্ঠ সৎ আদর্শবান এবং পারস্পরিক শ্রদ্ধাবান হবেন সেটাই সঙ্গত; কিন্তু সেখানে  যদি কেউ তার ব্যাক্তিগত উচ্চাভিলাষ কায়েমে এবং অনিয়মতান্ত্রিকভাবে সংঘটনের বিধি নিয়ম বহির্ভুত পন্থা অবলম্ভন করে ক্রমাগতভাবে সংঘটনের সকল নিয়ম শৃঙ্খলাকে ভঙ্গ করে উচ্চাসনে আসীন হওয়ার খেয়ালে বেপোরা হয়ে পড়ে; সেখানে কোনো কিছুই সুন্দর নিয়ন্ত্রণের ভিতরে থাকেনা।

বাইয়ের(BAAI) অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা যদিও বিগত ১০-১২ বছর ধরে একটি সুশৃঙ্খলতার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবেই চলে আসছিলো কিন্তু দুর্ভাগ্যক্রমে গত চার বছর থেকে (বিশেষ করে দুজন) একজন ভদ্রলোক এবং একজন ভদ্রমহিলার এই সংঘটনের সাথে সংশ্লিষ্টতার পর থেকেই তাদের চরম অসাংঘঠনিক কার্যকলাপ  উচ্চবিলাসের কারণে সংঘটনের অভ্যন্তরীণ কার্যক্রম নিয়ম পদ্ধতির চরম অবনতি ঘটছে।  সংঘটনের ভিতরে চরম অশ্রদ্ধা অবজ্ঞা এবং পারস্পরিক সহভাগিতার সংকট চলছে; যা কিনা ইতিপূর্বেও দেখা যায়নি।

সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে এই দুইজন পূর্বের মতোই এবারো ভীষণ মরিয়া হয়ে এবং নিজেদের সর্বউচ্চাসন নিশ্চিত করার অভিলক্ষে উত্তর আমেরিকার সকল রাজ্য থেকে মেম্বার সংগ্রহ করে বাইয়ের ৫০ বছরের ইতিহাসে সর্বকালের রেকর্ড ভঙ্গ করে ১৩০০ এরও বেশী মেম্বার সংগ্রহ করেছে; যা কিনা খুবই অসঙ্গত; কারণ বাই(BAAI) সংবিধান অনুযায়ী এর পরিচালনা কার্যক্রমের পরিধি শুধু ভার্জিনিয়া, মেরিল্যান্ড এলাকায় সীমাবদ্ধ ।  এমনিভাবে আরো অনেক সংঘটনের সাথে সাংঘর্ষিক কার্যক্রম করেছে যা কিনা বাইয়ের ঐতিয্য ভাবমূর্তিকে যেভাবে ক্ষুন্ন করছে অন্যদিকে এই সংঘঠনটির জন্য সম্ভাবনাময় চরম বিপর্যয়কর পরিস্থিতির তৈরী করছে। 

এখানে নিন্মোক্ত কিছু বিষয় সর্বসাধারণের অবগতির জন্য উল্লেখ করছি; যে বিষয়গুলু সঘটনের বিধি-নিয়ম বহির্ভুত কার্যক্রম যা কিনা কার্যকরী কমিটির ২ জন কর্মকর্তা এবং 4 জন সদস্য সর্বমোট 6 জন বিভিন্ন সময় মৌখিক এবং লিখিত আকারে সংঘটনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং নির্বাচন কমিশনের সদস্যবৃন্দকে অবহিত করার পরও কোনো সুরাহা করা হয়নি; সুতরাং সঙ্গত কারণেই আমরা সমাজের সচেতন বিবেক এবং বাইয়ের কার্যকরী কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য হয়ে কোনোভাবেই এর দায়ভার আমাদের কাঁধে নিতে পারিনা, যা কিনা সাধারণ মানুষের কাছে বাইয়ের বিশ্বাসযোগ্যতা এবং সুনাম ক্ষুন্ন করবে এবং বাই সংঘটন হিসাবেও এহেন কার্যক্রমের জন্য আইনি পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা এবং সমঝোতার প্রশ্নে মিঃ শফিকুল ইসলাম (সহ-সভাপতি) এবং দিলশাত চৌধুরীকে (সাধারণ সম্পাদিকা) বার বার আহ্বান জানানো হলেও তাদের তেমন আগ্রহ দেখা যায়নি।  আর সেই কারণেই বর্তমান কমিটির পাঁচজন সদস্য নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে বিরত রয়েছি এবং সেই সুবাধে নির্বাচন কমিশনের কতিপয় সদস্যের সার্বিক সহযোগিতায় তাহারা একচেটিয়া ফলাফল ঘোষণা করেছে, যা সমাজের বিবেক হিসাবে আমরা মেনে নিতে পারিনা।

নিন্মুক্ত জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো সংঘটন বাইয়ের সম্মানিত সদস্যবৃন্দের মঙ্গলার্থে আমরা উপস্থাপন করেছিলাম।

. অনুমোদিত এবং যথাযত কতৃপক্ষ স্বাক্ষরিত বিগত দিনের সকল সংস্করণ সম্বলিত বাইয়ের আপডেটেড বৈধ সংবিধান এবং বাই- লস এর কপি সরবরাহ করা l

. বাইয়ের বৈধভাবে কার্যক্রম পরিচালনা এলাকা (ভার্জিনিয়া, মেরিল্যান্ড ওয়াশিংটন ডি সি) এলাকার বাহির থেকে সংগ্রকৃত মেম্বার তালিকা বাতিল করা।

****বাইয়ের কার্য পরিচালনার পরিধির বাইরে মেম্বারশিপ করা একটি বিশাল আইনি লঙ্গন এর কারণে বাই চরম আইনি বিপাকে পড়ার ব্যাপার রয়েছে, যাহা ইনকরপোরেশন এবং ফেডারেল আইনি ধারার চরম লঙ্গন।  আর তাই যদি হয় তবে একই ভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই বাইয়ের মেম্বার করার বাধা কোথায় ??? ( উদাহরণ আফগানিস্তান, পাকিস্তান)  বাইয়ের নির্বাচনী এলাকার বাইরের মেম্বারদের  বয়স এবং চারিত্রিক প্রমান কিভাবে করা হয়েছে, এখন তাহলে কি বাই একজন জঙ্গি যাকে চেনেনা জানেনা তাকেও কি বাইয়ের মেম্বার করবে? আর বাইরের সেই লোকদের সনাক্ত করার ব্যাপারে বাইয়ের কি পদ্ধতি এবং নিয়ন রয়েছে।  সুতরাং সার্বিক বিবেচনায় যে কাজটি  করা হয়েছে, ইহা সম্পূর্ণ একটি গর্হিত কাজ যাহা বাই, স্টেট কর্পোরেশন এবং ফেডারেল  আইন বিরোধী কাজ;  যার জন্য BAAI এবং সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ চরম আইনি পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।  বাইয়ের বৈধ কার্য পরিচালনা  এলাকার বাহির থেকে যে সকল মেম্বার সংগ্রহ করা হয়েছে এদের মেম্বার ফি কিভাবে সংগ্রহ করা হয়েছে সেটাও একটি বিশেষ ব্যাপার যার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। 

. সমাজের কিছু সম্মানিত বরেণ্য ব্যাক্তিদের সাথে মিঃ শফিকুল ইসলাম এবং দিলশাদ চৌধুরী ছুটি বিভিন্ন সময়ে যে অশোভন আচরণ এবং তাদের অপমান করেছে তার সুরাহা করা প্রয়োজন।

. বর্তমান নির্বাচন কমিশন সদস্য এবং বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদিকা কতৃক বাইয়ের সাধারণ আজীবন মেম্বারদের তালিকা গণ ইমেইলের মাধ্যমে প্রচার করার কারণে সদস্যদের ব্যাক্তিগত ঠিকানা, ফোন নম্বর, ইমেইল; বাই সংশ্লিষ্ট সদস্যের ব্যাক্তিগত গোপন তথ্য জনসমুক্ষে প্রচার করার কারণে বাই এবং সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ তা বরখেলাপ করেছে। যাকিনা যেকোনো সদস্য বাইয়ের বিরুদ্ধে তার ব্যাক্তিগত ইনফরমেশন জনসমুক্ষে বিনাঅনুমতি প্রচার করার জন্য আইনি ব্যাবস্থার দিকে যেতে পারে। সেটি সংশোধন করা l

. নির্বাচন কমিশন কতিপয় সদস্য নিয়ম বহির্ভুতভাবে স্বীয় পদে বহাল থেকেও ব্যাক্তিগতভাবে ফোন করে এবং বিভিন্নভাবে একটি দলকে প্রভাবিত এবং উৎসাহিত করার বিষয় l

. একজন কর্মকর্তা একই সময়ে দুইটি সংঘঠনের দায়িত্বপ্রাপ্ত পদে নিয়ম নীতি বহির্ভুতভাবে ২০২০ থেকে অদ্যাবদি বহাল রয়েছেন, যা কিনা সাংবিধানিক নিয়ম নীতির বহির্ভুত হিসাবেই পরিগণিত।

. নির্বাচন কমিশন কতৃক সরাসরি ভোট প্রদানের ব্যবস্থা না রাখা এবং ঘোষণা না দেয়া সম্পর্কিত জটিলতা, যেখানে শুধুই মেইল ইন ভোটের  প্রাধান্য দেয়া হয়েছে।

***এখানে আরো উল্লেখ্য যে; ২০১৯-২০২০ নতুন বোর্ড নির্বাচনকালীন সময়ে একইভাবে মিঃ শফিক জুনিয়র সদস্য হওয়া সত্ত্বেও যেখানে আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার কথা সেখানে তিনি গোপনে কিছু মেম্বার বানিয়ে আমার জন্য প্রতিবন্ধকতা তৈরী করে নিজেই সাধারণ সম্পাদক বনে গেলেন; ঠিক একইভাবে ২০২১-২০২২ নির্বাচন কালীন সময়ে যদিও দিলশাদ চৌধুরী কেবল মাত্র বাই বোর্ডে নবাগত তিনিও একই রকম কাজ করলেন, গোপন কিছু মেম্বার বানিয়ে একই প্রতিবন্ধকতা তৈরি করে সাধারণ সম্পাদিকা বনে গেলেন। আজ ২০২৩-২০২৪ এসেও একই ঘটনা সহ প্রচুর অনিয়মতান্ত্রিক কার্জকলাপের অবতারণা ঘটাচ্ছেন।

 এমতাবস্থায় এহেন দুযোগপূর্ণ পরিস্থিতি থেকে বাইকে বাঁচানো এবং এর ঐতিহ্যকে সমুন্নত রাখার জন্য সমাজের সকল বিবেকবান  সুধীজন এবং বাইয়ের সম্মানিত সকল মুরুব্বীয়ান এবং সম্মানিত সদস্যদের সার্বিক সহযোগিতা এবং পরামর্শ একান্তই প্রয়োজন; যা কিনা বাইকে তার ৫০ বছরের অর্জিত ঐতিহ্যকে অক্ষুন্ন রাখতে সহায়তা করবে।

 

সবাই ভালো থাকবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ l

বিনীত;

মিজানুর ভূইয়াঁ

Monday, August 22, 2022

“আমার আমি”

“আমার আমি”

মিজানুর ভূঁইয়া 


আমার মতো এমন মানুষ 

পাবেনাকো কোথাও l

হাজার ঝঞ্জা মাথায় নিয়েও 

পথ চলি নির্দ্বিধায় l

হোঁচট খেয়েও চলি সেই পথে

বোঝা নিয়ে মাথায় l

একটু বিচলিত হয়তো ক্ষণিক 

তবুও খুঁজি হীরা-মানিক l

সুস্থ্য মনে দাড়াই এসে পাশে

আঘাত যদিও আসে l

মানুষ নামের মানুষ হয়েই 

সব ভুলে যাই শেষে l

কঠিন হতে চেয়েও, পারিনা হতে

মনুষত্ব মনে ভেসে আসে l

সহজ সরল করে রাখতে এই মন 

পারি খুবই সহজে l

কঠিন হওয়ার ব্যাপারটি নিজের কাছে 

লাগে অনেক বাজে l

এ জীবনে কথায় কাজে ফারাক রাখিনি কবু 

সেই ক্ষমতা দিয়েছেন প্রভু l

রাতে যেমন অন্ধকার আসে, দিনে আলো 

তেমনি মনটা রেখেছি ভালো l

আলোর মাঝে সদাই খুঁজি নিজের মনের আলো 

মনটা হয়ে উঠে তখন ভালো l

নিজের কথা নিজেই বলছি আত্ন- বিশ্বাসে 

বাঁচি যেনো মানুষ হয়ে l

মানুষ নামের ছায়া হয়না যেন কবু এই মন 

জীবনটা কাটে যেনো সেই বিশ্বাস লয়ে ll

**********************************

ভার্জিনিয়া, ইউ এস এ 

অগাস্ট ১৭, ২০২০


সর্বমোট সময়: ১২ মি ৩২ সেকেন্ড

Wednesday, May 11, 2022

"গ্রাম-বাংলার বৈশাখী মেলা"

 "গ্রাম-বাংলার বৈশাখী মেলা"  

মিজানুর ভূইয়াঁ

আজো মনে পড়ে কালিবাড়ীর কালিয়া তলার
সেই বিশাল বটগাছের নিচে উৎসবমুখর বৈশাখী মেলার চিত্র l
সচরাচর দিন-দুপুরেও যেখানে কেউ যেতোনা
জীন-ভূতের আতঙ্ক ও ভয়ের কারণে,
সেখানেই প্রতিবছর বৈশাখ এলেই জমে উঠতো
জমজমাট বৈশাখী মেলা হাজার লোকের উৎসবমুখরতায় l
গ্রাম-বাংলার শ্যামল কোমল বটের ছায়ায়
জমে উঠতো প্রাণের এই বৈশাখী মেলা l
কামার কুমার তাঁতীরা সব হেটে আসতো দূর দূরান্ত হতে-
হস্তশীল্পের কারুকার্য, মেলার শোভা ছিল চারিদিকে অপরূপ l
বাঁশের বাঁশি আর হরেক রকম রঙ্গিন চরকা ছিল মেলার প্রাণ
ঢোল তবলা বাঁশির সুরে  নাচ আর কীর্তন ছিল খুবই প্রাণবন্ত l
মেলায় শিশু কিশোরদের  রঙ্গিন ঘুড়ি উড়ানো
আর নাটাই সুতায় ঘুড়ি কাটাকাটি ছিল এক মনোরম উৎসব l
চারিদিক থেকে ছুটে আসতো উৎসুক শিশু কিশোর
আবাল বৃদ্ধ-বনিতা নারী পুরুষ সবাই এই প্রাণের মেলায় l
গ্রামের কৃষক পসরা বসাতো নিয়ে এসে নানা রকম  
ফল ফলাদী শাক-সবজী ধান চাউল আর কাউনের  সমাহার l
প্রাণের  উচ্ছ্বাস  ও আনন্দ নিয়ে  কেটে যেতো দিন
গ্রাম-বাংলার সেই চিরন্তন বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের মেলা l
গ্রামের সেই কোমল স্নিগ্ধ সবুজ সমারোহের জীবন প্রবাহে বেড়ে উঠা
সহজ সরল মানুষগুলোর সীমিত চাহিদায় আনন্দ ছিল অপার l
গ্রাম-বাংলার কালিয়া তলার সেই প্রাণের বৈশাখী মেলা
আজও মনকে তাড়িয়ে নিয়ে যায় সেখানে, এই প্রবাস জীবন থেকে l
সেই সহজ সরল জীবনের আনন্দটুকু প্রাচুর্যময় আধুনিক জীবনের
খোলসে কিছুটা ঢেকে গেলেও; মন থেকে আজও মুছে যায়নি ll

---------------
বুধবার ২৭সে বৈশাখ, ১৪২৯
ভার্জিনিয়া, ইউ এস এ

May 11 2022

Thursday, February 17, 2022

“সেই দিনের আমি”

 “সেই দিনের আমি”


এই মানুষটি একদিন ছোট্ট খোকা ছিল 

তার পর হলো কিশোর !

একদিন হয়েগেলো তরতাজা ফুটফুটে যুবক 

দেহে মনে দুর্বার গতি তার !

স্বচ্ছ আকাশ ভরা সূর্যের তৃষ্ন রশ্নি যেমন 

আলোক বিচ্ছুরিত ভুবন !

মহা সমুদ্রের উর্মিমালা গর্জে উঠে উর্দ্ধগামী 

উত্তাল মহা প্রলয় খেলায় !

জীবন জোয়ারের ঢেউয়ের তালে বহমান 

উঁচু উঁচু সিঁড়ি বেয়ে জীবন !

জৌলুসভরা স্নিগ্ধ সৌরভে কাটিয়েছে ক্ষণ 

যৌবন প্রাণরসে ভরা দেহ মন !

আজও সেই মধুময় স্মৃতিগুলো বসে এই ক্ষনে 

করে শুধু স্মৃতির রোমন্থন !

ছোট্ট এই জীবন কাটে কত ভিন্ন ভিন্ন ধাঁপে 

চিরদিন থাকিত যদি যৌবন !

সুন্দর সুমধুর ও প্রাণময় সুধা পান করে 

যাপিতাম এই সুন্দর জীবন প্রাণসুখ ভরে !!

*******************************

Virginia USA

17 Feb 2021