Monday, March 30, 2020

"এমন বিষন্ন সন্ধ্যে আর কখনো আসেনি


মিজানুর ভূইয়াঁ 

এখন প্রতিটি সন্ধ্যে আসে অনেক বেশি অন্ধকার হয়
এমন বিষন্ন অন্ধকারাচ্ছন্নতা আগে কখনোই ছিলোনা l এখন প্রতিটি সন্ধ্যে আসে বুকের ভেতর অনেক ভয় আর আতঙ্ক নিয়ে l
দিনের আলোর সূর্যটি ডুবে যাওয়ার পর বুকের ভেতর কান্নাগুলো, 
ধীরে ধীরে গভীর থেকে গিভীরতর হতে থাকে l 
কি যেন এক বিষন্নতা কালো ধোয়ার মতো মনকে করে দেয় ফ্যাকাশে l 
কি যেনো ছিল, আগে এখন আর তা নেই; 
অথবা সবই আছে, তবে হারাবার ভীষণ ভয়ে সন্ত্রস্ত মন l শুনেছি মৃত্যুদূত কখনো জানান দিয়ে আসে, আবার কখনো অদৃশ্যে l
তবে যেই মৃত্যু আতঙ্ক আজ পৃথিবীময় সকলকে সন্ত্রস্ত করে তুলেছে; এই মৃত্যুদানব একেবারেই অদৃশ্য এবং বায়ুবীয় l এই জীবনহন্তা বায়ুবীয় দানব এতই নির্মম নিষ্টুর; 
আক্রান্ত মানুষটির জীবন নাশের সময়, স্বজন প্রিয়জনদেরকেও একটু শোক তাপ করার জন্য কাছে আসতে দেয়না l
প্রতিহিংস হয়ে উঠে বর্বর দানবের মতো আর অমনি ঝাঁপিয়ে পড়ে সবার উপর প্রচন্ড আক্রোশে l
অদৃশ্য এই মানবনিধক এমনই নির্মম পাষণ্ড কাউকেই দেয়না রেহাই যতটুকু তার বিস্মৃত দিগন্ত l
এই মৃত্যু দানব প্রকৃতি থেকে উৎসারিত, নাকি দুষ্ট মানব মনের কুকীর্তি; সেটাই আজ ভাবার বিষয় l
কুচক্রীমহল হয়তো বুঝেগেছে মিসাইল ক্ষেপণাস্র্রে এখন আর ভীতসন্ত্রস্ত করা কিংবা একচ্ছত্র কতৃত্ব টিকিয়ে রাখা সম্ভব নয় l
তাই এবার ভিন্ন পথে সেই কাজটি করার প্রয়াস চালাবার প্রচেষ্টা,
যদি সত্যিই তাই হয়, সে-ই হবে হয়তো ঘৃণ্য মানুষ নামের দুইপায়া হিংস্র্র জন্তু l
কে জানে; একি প্রকৃতির বিরূপ বিপর্যয়, নাকি দুষ্টমনের নিদারুন নিষ্ঠুর মরণ খেলা ll 

 ৩০শে মার্চ ২০২০ 
 ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment