Monday, March 30, 2020

"এমন বিষন্ন সন্ধ্যে আর কখনো আসেনি


মিজানুর ভূইয়াঁ 

এখন প্রতিটি সন্ধ্যে আসে অনেক বেশি অন্ধকার হয়
এমন বিষন্ন অন্ধকারাচ্ছন্নতা আগে কখনোই ছিলোনা l এখন প্রতিটি সন্ধ্যে আসে বুকের ভেতর অনেক ভয় আর আতঙ্ক নিয়ে l
দিনের আলোর সূর্যটি ডুবে যাওয়ার পর বুকের ভেতর কান্নাগুলো, 
ধীরে ধীরে গভীর থেকে গিভীরতর হতে থাকে l 
কি যেন এক বিষন্নতা কালো ধোয়ার মতো মনকে করে দেয় ফ্যাকাশে l 
কি যেনো ছিল, আগে এখন আর তা নেই; 
অথবা সবই আছে, তবে হারাবার ভীষণ ভয়ে সন্ত্রস্ত মন l শুনেছি মৃত্যুদূত কখনো জানান দিয়ে আসে, আবার কখনো অদৃশ্যে l
তবে যেই মৃত্যু আতঙ্ক আজ পৃথিবীময় সকলকে সন্ত্রস্ত করে তুলেছে; এই মৃত্যুদানব একেবারেই অদৃশ্য এবং বায়ুবীয় l এই জীবনহন্তা বায়ুবীয় দানব এতই নির্মম নিষ্টুর; 
আক্রান্ত মানুষটির জীবন নাশের সময়, স্বজন প্রিয়জনদেরকেও একটু শোক তাপ করার জন্য কাছে আসতে দেয়না l
প্রতিহিংস হয়ে উঠে বর্বর দানবের মতো আর অমনি ঝাঁপিয়ে পড়ে সবার উপর প্রচন্ড আক্রোশে l
অদৃশ্য এই মানবনিধক এমনই নির্মম পাষণ্ড কাউকেই দেয়না রেহাই যতটুকু তার বিস্মৃত দিগন্ত l
এই মৃত্যু দানব প্রকৃতি থেকে উৎসারিত, নাকি দুষ্ট মানব মনের কুকীর্তি; সেটাই আজ ভাবার বিষয় l
কুচক্রীমহল হয়তো বুঝেগেছে মিসাইল ক্ষেপণাস্র্রে এখন আর ভীতসন্ত্রস্ত করা কিংবা একচ্ছত্র কতৃত্ব টিকিয়ে রাখা সম্ভব নয় l
তাই এবার ভিন্ন পথে সেই কাজটি করার প্রয়াস চালাবার প্রচেষ্টা,
যদি সত্যিই তাই হয়, সে-ই হবে হয়তো ঘৃণ্য মানুষ নামের দুইপায়া হিংস্র্র জন্তু l
কে জানে; একি প্রকৃতির বিরূপ বিপর্যয়, নাকি দুষ্টমনের নিদারুন নিষ্ঠুর মরণ খেলা ll 

 ৩০শে মার্চ ২০২০ 
 ভার্জিনিয়া ইউ এস এ

Wednesday, March 11, 2020

"বসন্ত বনে ও মনে" 

"বসন্ত বনে ও মনে"
মিজানুর ভূঁইয়া


বসন্ত এসেছে আর কেউ না জানুক
জানে পাখি, জানে ফুলকলিরা l
জানে বৃক্ষশোভিত সবুজ কচি পাতারা,
প্রকৃতিকে অপরূপ সাজে সাজিয়ে দিয়ে যায় চারিদিকে;
অপরূপ এক মনোমুগ্দকর দৃশ্যমানতায়
ফুলে ফলে পত্রে ভরে উঠে বন বাদারী আর আঙ্গিনা l
জানে তৃষিত হৃদয়য়ের কাঙ্খিত স্বপ্ন ভরা দুটি আঁখি
যৌবনের পরশ ছুঁইয়ে যাওয়া কিশোরী মন l 
যেনো প্রস্ফুটিত ফুলের মতো ফুটে উঠে
সুসৌরোভিত রঙ্গিন তরতাজা একগুচ্ছ পাপড়ি l
জানে দখিনা বাতাস এলোমেলো দোলায়
দোলা দিয়ে যায় বৃক্ষলতা আলিঙ্গনে মধুময় মিলন সমারোহে l 
জাগে প্রাণে পুলোকিত কামনা উঁকি দেয় মনের কোণে
স্বপ্নেরা বাসা বাঁধে নুতন চেতনার উন্মেষে l 
বসন্ত বাতাসে জাগায় শিহরণ দেহ মনে
সদ্য প্রস্ফুটিত ফুলের মতোই সাজে মন নতুন রূপে l
কাছে টানে আলিঙ্গন প্রত্যাশায় ভরে দিতে তৃষ্ঞার জলে
সৌরভমাখা চুম্বনে বসন্ত মন পুলকিত হয়ে নেচে
উঠে ভরা যৌবন হরষে মহামিলনের মহাউৎসবে l
জেগে উঠে প্রাণে প্রাণে বসন্ত সৌরভ
অপরূপ মনমুগ্ধতায়  ফুলে ফুলে হয় মহা আলিঙ্গন l
যৌবন সরসী মনমাতানো অপরূপ সুন্দর্যতায় চারিদিকে
প্রকৃতি সাজে নানা রঙ্গে, আনন্দ হিল্লোলে নেচে উঠে প্রাণ মন l
বসন্ত আসে উর্বরা ভরপুর আনন্দ নিয়ে বনে  ও মনে
সৌন্দর্য্য লীলায় ভরে উঠে বন, জাগে প্রাণে আনন্দ শিহরণ l
নব যৌবন ডাক দিয়ে যায় তৃষিত আকাঙ্খার ফুলবনে
মধু মিলনের অপরূপ স্বপ্ন জেগে উঠে দু'নয়নে l
বসন্ত বাতাস দেহ মনে জাগায় এক নতুন শিহরণ
ফুল ও পাপড়ির সাথে হয় ভ্রমরের গুঞ্জরিত মহামিলন l
বসন্ত নতুন এক রঙ্গিন আভায় বনে বনে ফুল ফুঁটায়
জাগিয়ে তোলে উর্বশী মনে উষ্ণভালবাসার এক ভাবমূর্তিতা l

Virginia, USA
March 07 2020

Tuesday, March 3, 2020

"করোনা" করেনা করুনা 

"করোনা" করেনা করুনা
মিজানুর ভূইয়াঁ

করোনা দেখি করবেনা করুনা
ধরবে গলা টিপে l
সারা পৃথিবী আজ বড়ই অসহায়
মুশকিল থাকা টিকে l
এক এক করে আসছে ভীষণ ধেয়ে
চিনে ইহার জন্ম l
মৃত্যু পরোয়ানা দিয়ে দেয় একেবারে
 ক্ষমা নাই কারো জন্য l
বিশ্ব আজি চারিদিকে ভীষণ শঙ্কাগ্রস্থ
অর্থনীতি ভীষণ মন্দা l
এমনতর ভয়ানক জীবনঘাতী বীমার
মানব জীবন হন্তা l
সাপ ব্যাঙ ইঁদুর বাদুর খেকোরা সবাই
ফেলেছে সারা বিশ্বকে বিপদে l
খেকোদের সেই মাসুল নিরীহ মানুষ এখন
দিচ্ছে তিলে তিলে l
জীবন এখন প্রতিনিয়তই হুকির সমুক্ষিন
পালাবার উপায় নেই l
কোরোনার আতঙ্কে সবাই সন্ত্রস্ত এখন
হ্যান্ডশেক করেনা কেউ l
ব্যাবসা বাণিজ্য অফিস আদালত নিঃস্তব্ধ
চারিদিকে একই আলাপ শুনি করোনা l
এতোই নিষ্ঠুর এই মরণ ব্যাধি
করেনা কোনো করুনা l **********************************
ভার্জিনিয়া ইঊ এস এ
 মার্চ ৩ ২০২০