Thursday, December 26, 2019

"একি তোমার খেলা"

"একি তোমার খেলা"
মিজানুর ভূইয়াঁ

সৃষ্টি যেমন তোমার নিজের হাতে
ধ্বংস লীলা ঘটাও তোমার ইশারাতে।
দিনকে বানাও আলোক প্রদীপ জ্বেলে
আবার রাত করছো আঁধার ঢেলে তাতে।
ইচ্ছে হলেই বৃষ্টি ঢেলে ভিজাও তুমি ধরা
রৌদ্র তাপে তপ্ত করো বানাও আবার খরা।
তুমিই বানাও শখকের পুতুল
আবার তুমিই তাহা ভেঙ্গে করো চুরমুচুর।
তোমার লীলায় তোমার খেলায়
সকল সৃষ্টি শুধুই তোমার হাতের পুতুল।
কষ্ট যতো ধ্বংস যতো সৃষ্ট তাহা পোহায়
সৃষ্টিকর্তা হয়ে তুমি হচ্ছ আবার সবার সহায়।
তুমিই মালিক তুমিই ধনিক
সৃষ্ট যতো সবই হলো গোবেচারা।
তোমার হাতে ভাগ্য সবার
জীবন মৃত্যুর মাঝে সবাই থাকে হয়ে সর্বহারা।
ইচ্ছে হলে রাখো সুখে ইচ্ছে হলে দুঃখে
দয়ার সাগর তুমিই আবার শান্তি ঢালো বুকে।
তোমার চাওয়ায় সুস্থ্য সবাই
আবার ইচ্ছে হলে ভোগাও রোগে শোকে।
সৃষ্টি নামের এমনই রহস্য
কার সাধ্য তোমার এই লীলাখেলা রুখে।
ফুলের বাগান সাজাও তুমি
রং বেরঙ্গের নানান জাতের ফুলে।
তুমিই আবার করছো নিধন
পোকা মাকড় মড়ক বালাই ঢেলে।
তুমিই নাকি রাহিম করিম
সকল সৃষ্টি সবই তোমার নিজ হাতে গড়া।
আবার করছো তুমি সবই নিধন
একি সবই তোমার নিজ মনের খেলা। ।
********************************
ডিসেম্বর ২৬ ২০১৯
ভার্জিনিয়া ইউ এস এ             

No comments:

Post a Comment