Sunday, February 10, 2019

প্রেমের গান- ২৬ 


তোমার ক্লান্তিভরা দুচোখে
তবুও যেনো পূর্ণিমা হাসে ll

তুমি এসেছিলে কাছে যখন
আনন্দ উচ্ছাসে হেসেছে এই মন ll
সারারাত জেগে সুদূর পথ চলে ওগো তুমি এলে এই স্বপ্নালয়ে l

তোমার ক্লান্তিভরা দুচোখে
তুবুও যেনো পূর্ণিমা হাসে l

পথের ক্লান্তি তোমায় পারেনি হারাতে
 ইচ্ছেগুলো তাই চোখে ভাসে ll
তুমি এক নিমিষে আঙ্গিনায় ছড়ালে ফুলরেণু
যেনো আকাশে সাজানো রংধেনু l

তোমার ক্লান্তিভরা দুচোখে
তবুও যেনো পূর্ণিমা হাসে l

প্রজাপতিরা আজ মেলেছে রঙ্গিন পাখনা
এই মিলনক্ষন হেসে খেলে যাকনা ll
পথের ক্লান্তিগুলো তুমি পথেই এসেছো ফেলে l

তোমার ক্লান্তিভরা দুচোখে
তুবুও যেনো পূর্ণিমা হাসে ll ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
 মিজানুর ভূঁইয়া
১০ই ফেব্রুয়ারী ২০১৯

Tuesday, February 5, 2019

"শান্ত চরণ মুগ্ধ করণ"

"শান্ত চরণ মুগ্ধ করণ"
মিজানুর ভূইয়াঁ

শান্ত চরণ মুগ্ধ কানন
ফুটেছে আজি কতো ফুল।
তারই ছোঁয়ায় প্রানপরশে
গেয়েছে গান হৃদয়ের বুলবুল।
স্বর্গীয় সুধা লেগেছে প্রাণে
ভেঙ্গেছে হাজারো ভূল।
এমনি সুধায় প্রেমপিয়াসী
প্রেমকাননে হলো যে মশগুল।
এক ঝলকে হুরপরীরা
নাচলো ছড়িয়ে সুবাসিত ফুল।
মন যে বড়ই উদাস পাখি
ক্ষণেই ফুটালো হাজার ফুলের মুকুল।
শান্ত চরণ মুগ্ধ করণ
হীরা জহর, মনি মুক্তার মালা।
কাননভরা ফুলগুলো সব
মালা হয়ে গলে করলো উজালা।
শান্ত চরণ উদাস করণ
ছিল তাহার মন যে উতালা।
শান্ত চরণ মুগ্ধ কানন
বিছিয়ে দিলো হয়ে শীতল পাটি।
মুগ্ধ হয়ে আপন মনে
তারই উপর ইচ্ছেমতো হাটি। ।
♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
০৫ ফেব্রুয়ারী ২০১৯
ভার্জিনিয়া ইউ এস এ