Thursday, June 8, 2017

রোজার মর্মকথা 

"রোজার মর্মকথা"
মিজানুর ভূঁইয়া

লাভ কি বলো রোজা রাখার নামে
সারাদিন উপবাস করে ।
দিন শেষে বাহারি খাওয়া যতো
নিজ পেটে ভরে ।
রোজার আসল মাহাত্ব আর মর্মকথা
না বুঝে, না শুনে ।
ভোজন বিলাসে গা ভাসিয়ে দিয়ে
দিনরাত ফজিলত গুনে ।
অসহায় মানুষ আর ক্ষুধার্তের ক্ষুদা যন্ত্রণার
মর্মবেদনা যদি না জাগে মনে l
সারাদিন উপবাস করে রোজা রেখে
কি হবে ফায়দা এমন; কি তার মানে ।
রোজায় উপবাসের অর্থ হলো
ক্ষুদার কষ্ট নিজ দেহে উপলব্দি করে ।
সেই ক্ষুদার্ত মানুষগুলোর পাশে
নিয়ে এসো  অর্থ সহযোগিতা আর আহার ।
ধর্মের মাঝে বলা আছে সে কথা
মানুষ হয়ে বুঝো অন্য মানুষের দুঃখ ব্যাথা ।
ইবাদতে করে আত্নশুদ্ধি; পাপমুক্ত মন
মানুষের দুঃখ কষ্ট লাঘভেই হয় স্বর্গ অর্জন ।
দিনরাত  ইবাদতে বিব্রত মন ।
মানব সেবাই একমাত্র খুলিবে পথ
বিধাতার নৈকট্যতা লাভ আর স্বর্গগমন ।
************************************
জুন ০৮, ২০১৭
ভার্জিনিয়া ইউ এস এ
 

No comments:

Post a Comment