Saturday, August 20, 2016

ফুলকুমারী

"ফুলকুমারী"
মিজানুর ভূঁইয়া

ফুল ও পত্রে সুভিছে রূপ মাধুর্য্য
সুন্দরতম বিকশিত পত্র ও ফুলে পল্লবিত।
অন্তরে বহিছে অথৈ আনন্দ ঢল
সখার সঙ্গ লাগিয়া আনন্দে উৎফুল।
খানিক লাজে প্রেম চৈতন্যের ভাঁজে ভাঁজে
আখির ভাঁজে স্বপ্নেরা লুকিয়ে করছে খেলা।
চিবুকে দুষ্ট কামনার টোল পড়ে ভাঁজ হয়ে
দুই ওষ্ঠের লাল পাপড়িদ্বয় কামনায় অধীর।
সখা সনে মিলিবে আদরে অতি যতনে।
সখা অভিসারে তব কৌতুহলি মন
প্রেম বিহঙ্গে নেচে উঠে মন উচ্চকিত সারাক্ষন।
খেলিবে প্রেম পাশা মধুকুঞ্জবনে মিলে দুজনে
প্রেম লীলায় মধু মাধুরীমায় সঙ্গ আশে
সখি আজ সুসজ্জিত সুশোভিত কাম মনে।
সখা সনে মিলিবার অধীর অপেক্ষা কাননে
দুজনে মিলিয়া ঢলিয়া পড়িবে সংগোপনে।
প্রেম বাগানে প্রস্ফুটিত ফুলমন্জুরি
বিকশিত হয়ে আজ ফলাবে ফসল এই প্রান্তরে।
*****************************************২১ অগাস্ট ২০১৬
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment