Sunday, August 28, 2016

"কাটুক সময় এমনিভাবে"


 কাটুক সময় এমনিভাবে"
 মিজানুর ভূঁইয়া

তোমায় নিয়ে ভাবনা যতোই থাকুক
সেই সুখেই সারাটাদিন কাটুক।
মনের মাঝে উঁকি মারে সুখের উত্তাপ
স্বপ্নগুলো সুখের হয়ে হৃদয় পটে থাক।
মেঘের ফাঁকে সূর্য যেমন উঁকি দিয়ে থাকে
তোমার হাসি তেমনি যেন
হৃদয় পটে ফুল হয়ে ফোঁটে ।
তাঁরার মতো ভাবনাগুলো মিটিমিটি জ্বলে
তোমার হাসি দুই নয়নে থাকুক না হয় আনন্দ উত্তালে।
খুশির শ্রাবন বয়ে চলুক পাবার আনন্দে
সেই স্র্রোতে মিলন তরী ভাসুক সুখছন্দে।
ভিজে যাওয়ার ইচ্ছেগুলো থাকুক না হয়
শ্রাবন ধারার মাঝে,
ভিজবো না হয় মনের সুখে তোমায় যখন পাবো  কাছে।
প্রেম পিয়াসী মন কখনোই রয়না বন্ধি
অন্ধকার কারাপ্রকোষ্ঠে
উড়বে শুধুই ডানা মেলে মুক্ত আকাশে।
সুখের চাবি তোমার হাতে আমার কাছে তালা
খুলবো যখন মিলে একই সাথে সময় কাটবে নিরালা । ।
****************************************
২৪ অগাস্ট ২০১৬
ভার্জিনিয়া ইউ এস এ

Saturday, August 20, 2016

ফুলকুমারী

"ফুলকুমারী"
মিজানুর ভূঁইয়া

ফুল ও পত্রে সুভিছে রূপ মাধুর্য্য
সুন্দরতম বিকশিত পত্র ও ফুলে পল্লবিত।
অন্তরে বহিছে অথৈ আনন্দ ঢল
সখার সঙ্গ লাগিয়া আনন্দে উৎফুল।
খানিক লাজে প্রেম চৈতন্যের ভাঁজে ভাঁজে
আখির ভাঁজে স্বপ্নেরা লুকিয়ে করছে খেলা।
চিবুকে দুষ্ট কামনার টোল পড়ে ভাঁজ হয়ে
দুই ওষ্ঠের লাল পাপড়িদ্বয় কামনায় অধীর।
সখা সনে মিলিবে আদরে অতি যতনে।
সখা অভিসারে তব কৌতুহলি মন
প্রেম বিহঙ্গে নেচে উঠে মন উচ্চকিত সারাক্ষন।
খেলিবে প্রেম পাশা মধুকুঞ্জবনে মিলে দুজনে
প্রেম লীলায় মধু মাধুরীমায় সঙ্গ আশে
সখি আজ সুসজ্জিত সুশোভিত কাম মনে।
সখা সনে মিলিবার অধীর অপেক্ষা কাননে
দুজনে মিলিয়া ঢলিয়া পড়িবে সংগোপনে।
প্রেম বাগানে প্রস্ফুটিত ফুলমন্জুরি
বিকশিত হয়ে আজ ফলাবে ফসল এই প্রান্তরে।
*****************************************২১ অগাস্ট ২০১৬
ভার্জিনিয়া ইউ এস এ

Thursday, August 18, 2016

"সাদা পরী"

"সাদা পরী"
মিজানুর ভূঁইয়া



শুভ্রবসনা, শুভ্রকেশী, শুভ্র তোমার দুটি আঁখি
কি জাদু জানো তুমি
হৃদয়য়ে মোর বাজালে এমন মধুর বাঁশি। 
নীল পাহাড়ে আঁচল বিছিয়ে
বসে তুমি; যেন চাঁদের আলোক প্রভা।
পরীর দেশে পরীর বেশে
প্রেমদেবী বসে স্বয়ং: যায় কি তাহা ভাবা !
নীল পাহাড়ের বুকে ছুঁইয়ে আছে
তোমার পরশমাখা ছায়া।  
ঠিক দেখতে যেন নীল আকাশে
হেলান দিয়ে সাদা মেঘের আভা।
মুখে তোমার হাসির প্লাবন
শুভ্র দাঁতের ফাঁকে ঝরছে শ্রাবন।
তোমার দুই নয়নে কি জাদু আছে
এই বুকেতে শুধুই স্বপ্ন আঁকে।
গাইলে তুমি সুর করে গান
হৃদয় উজাড় করে।
ঠিক তখনি এক ঝাঁক সাদা পাখি
মাথার উপর দিয়ে গেলো তোমার উড়ে।
তুমি এলে বলেই বুঝি
প্রকৃতিও আজ এতো বেশি উদার।
ভাবনাগুলো সত্যি হয়ে 
হৃদয় জুড়ে ছড়ায় শুধু সাদা নীলের বাহার।
তোমার দেখা মিলবে কি আর
ঐ নীল পাহাড়ের ধারে।
আজও আমার হৃদয় মাঝে 
সেই স্মৃতিটুকু মধুর সূরে বাজে।।   
********************
ভার্জিনিয়া ইউ এস এ
18 অগাস্ট 2016

Friday, August 5, 2016

"তুমি আর আমি"

"তুমি আর আমি"
মিজানুর ভূঁইয়া


আজ সারারাত জেগে রইবো দুজনে
চাঁদের সাথে তারারা থাকে যেমনে।
মিটিমিটি কৈবো কথা সঙ্গোপনে
তুমি আমি হেটে হেটে বেড়াবো ঐ মধুবনে।  
সারারাত জেগে রইবো দুজনে
চাঁদের সাথে তারারা থাকে যেমনে
তেমনি মিটিমিটি কৈবো কথা সঙ্গোপনে।
তুমি আমি সুখ  নিবাস গড়বো ঐ মধুকুঞ্জ বনে
সুখ ও আনন্দ লুকিয়ে আছে যেখানে।
চলো দুজনে হারিয়ে যাই এই মধুরাতে
শুধুই তুমি আর আমি রইবো একসাথে।
এই মধুরাত আর এই মধুচাঁদ
যেন নাহি বৃথা যায় আজ ।
চলো  এই মাধুবি রাতে মিলি দুজনে
স্বপ্নের বাসর সাজানো রঙিন ভুবনে ।
*******************************
অগাস্ট ০৫ ২০১৬
ভার্জিনিয়া ইউ এস এ