Friday, October 31, 2014

তুমি কি শুধুই ছবি!

এই লেখাটি আমার পরম শ্রদ্ধেয়া পরলোকগত মায়ের স্মৃতির
উদ্দেশে উৎসর্গীত;
আমার স্বর্গবাসিনী "মা" গত বছর ইউ এস সময় ১০ই নভেম্বর,
১ টা ০১ মিঃ এবং বাংলাদেশ সময় ১১ই নভেম্বর রাত ১২.০১ মিঃ ...

ইন্তেকাল করেন। তার সকল স্মৃতিগুলো আমাকে খুবই বিমর্ষ ও
হৃদয়াহত করে রাখে। বিশেষ করে পুরো অক্টোবর মাসটি তার প্রথম
মৃত্যু বার্ষিকীর আগমনী স্মৃতি আমাকে খুবই আচ্ছন্ন করে রেখেছিল, আর
তাই কোনো স্বাভাবিক কাজ কিংবা লেখালেখিতে মনযোগ দিতে পারিনি।


Please click the link to listen the recitation and pic
https://www.youtube.com/watch?v=niRBnVkSmCk


তুমি কি শুধুই ছবি!
মিজানুর ভূঁইয়া

আবার এসেছে সেই হৃদয় বিদীর্ণ করা কালমুহূর্ত
ছিড়ে নেয়া হৃদপিন্ডের এক টুকরো মাংসপিন্ড।
বুকের পিঞ্জর গুড়িয়ে দিয়ে, করেছে যা আমায় নিঃশেষ
সমগ্র দেহ অবশ করা বুকভরা আর্তনাদ;
ভিজিয়ে ছিলো এক অনাবিল অশ্রুবর্ষণে আমার হৃদয় জমিন।
আজও সেই বুক ভাঙ্গা রোদন নিরবে বয়ে যায় বুকের ভিতর
শুধু একরাশ শূণ্যতায় দিবানিশি হাহাকার হয়ে রয় এই মন।
অপরিসীম তৃষ্ণায় শুকিয়ে যায় এই অন্তর, না দেখার ব্যাথায়
কখনো বুঝিনি তার এতো মর্ম; এতো কদর হারাবার আগে।
আজও আমি তৃষ্ণার্ত আঁখি নিয়ে খুঁজি তাকে চারিদিকে
তাকিয়ে থাকি অপলক দৃষ্টিতে কোনো এক বৃদ্ধা জননীর দিকে।
ঠিক যেনো তারই মুখচ্ছবি প্রেতাত্না হয়ে বসে আছে
ঐ কোণে আমার অপেক্ষায় আসন পেতে।
তখনই স্বকাতরে দৌড়ে যাই এক বিশাল আলিঙ্গন প্রত্যাশায়
কাছে যেতেই ঘোর কেটে যায়, আর হতাশায় ফিরে আসি;
আমার আপন যন্ত্রণাদগ্ধ ভুবনে, এক নিরাশার শূন্য কুঠিরে।
হে আমার নিয়তি; হে আমার দুর্ভাগা জীবন; হে আমার ভগবান
কে বুঝিবে মর্ম তার; মাতৃবিহীন শুন্যতার আছে কতো বেদন।
======================================
ভার্জিনিয়া, ইউ এস এ
অক্টোবর ৩০ ২০১৪

"ভুত প্রীতি"

"ভুত প্রীতি"
(...............)

ভুতের বাড়ি, ভুতের বেশ
কিনে করছি যতো অর্থ-কড়ি নাশ
সেই অর্থে করা যেতো ...
হতভাগা গরিব দুঃখীর সুখের বসবাস l
গরিব মানুষগুলো সব ভাতে মরে
আমরা ভুগি ভুতুরে জ্বরে l
গরিব দেখে নাক ছেটি
ভুতকে বসাই বিছিয়ে পাটি l

Wednesday, October 1, 2014

মা বচন: ৪

মা বচন: ৪
১. যে ভাল কিছু শিখতে চায়না; তাকে কখনোই শিখানো যায়না
২. যেজন জেগে জেগে ঘুমায়; তাকে কখোনই জাগানো যায়না
৩. যেজন মনে দুরভিসন্ধি নিয়ে থাকে; কোনো সৎউপদেশই তার আমলে আসেনা
(সংক্ষিপ্ত বচন, অর্থে যার মহা রচন)
অক্টোবর ০১ ২০১৪