Monday, November 13, 2023

“জীবনচক্র”

 “জীবনচক্র” 

মিজানুর ভূইয়াঁ 


সকালটা কেটে গেছে খেলারছলে 

তেমন কিছু বুঝতেই পারিনি। 

দুপুরটা এখন বড় বিষন্ন, বিভ্রাট চারিদিকে 

প্রখর তপ্ত রোদে জ্বালাময়ী শরীর। 

জীবন ধীরে ধীরে হাটছে এখন 

বিকেলের আলোকবিহীন ছায়াঘেরা সেই পথে। 

তার পর এভাবেই পৌছে যাবে সন্ধ্যায় 

বিদঘুটে অন্ধকার চারিপাশে নিঃসহ জীবন। 

হয়তো পাশে কেউ কিংবা কিছুই থাকবেনা 

শুধুই সকাল সন্ধ্যে এবং রাত্রির বিদঘুটে জীবন। 

কোন এক সময় এমনি হারিয়ে যাবে 

শৈশব, কৈশোর যৌবন আর বার্ধক্যের 

সকল চাওয়া পাওয়া আর লেন দেনের হিসাব। 

একে একে সবাই ভুলে যাবে সকল স্মৃতি 

ধীরে ধীরে সব হারিয়ে যাবে এই বিস্তৃন্ন আকাশ সীমানায়। 

কোনো একদিন কেউ একেবারেই জানবেনা 

এই ধরণীতে সুনিদৃষ্ট মানবাকৃতির এই আমিও একসময় ছিলাম !


১২ই নভেম্বর ২০২৩

ভার্জিনিয়া, ইউ এস এ