Monday, September 18, 2023

শিকড় ছেড়ে জীবন বিকল

 “শিকড় ছেড়ে জীবন বিকল”

মিজানুর ভূইয়াঁ
গতিশীল এই পৃথিবীর গতির সাথে তাল মিলাতে গিয়ে
আমার সবাই আজকাল ক্রমশই পরস্পর থেকে বিচ্ছিন্য হয়ে যাচ্ছি।
নক্ষত্রের মতো ছুটাছুটি করতে গিয়ে সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে পড়ছি
কোথায় জন্ম, কোথায় বেড়ে উঠা; সব কিছু নিজের অজান্তেই হারিয়ে ফেলছি l
নিজের লোভ ও বেশি উপভোগের মত্তলোভে কোথায় হারিয়ে যাচ্ছি
আর দিন শেষে হঠাৎ হিসাব করতে এসে যেনো আর মিলাতে পারছিনা।
প্রতিনিয়তই আমরা ছেড়ে যাচ্ছি আপন শিকড় ও মানুষগুলোকে
আবার তেমনি একইভাবে আমাদিগকেও ছেড়ে যাচ্ছে সন্তান ও অন্যান্য আপনজন।
এভাবেই আমরা একে অপর থেকে দূরে সরে যাচ্ছি অনেক বেশি পাওয়ার প্রত্যাশায়
এই বেশি পাওয়ার ইচ্ছাটাই অবশেষে সবাইকে করে দিচ্ছে কপর্দকশূন্য।
দিন শেষে যখন চারিদিকে অন্ধকার নেমে আসে ঘিরে চারিপাশে
এপাশ ওপাশ শূন্যতায় ভরা কেউ নেই পাশে; জীবন কারাগারে একাকী বিচ্ছিন্ন।
আবেগের তাড়ি পান করে এই আমরা মাতাল হয়ে প্রতিনিয়ত যা করছি
যখন স্বাভাবিক ভাবনায় এসে পৌছি; আসলেই কি সব হিসেবে মিলাতে পারছি ??
জীবনের সকল বেশি বেশি চাওয়া পাওয়ার হিসেবে তখন হয়ে পড়ে নগন্য
চারিদিকে সব কিছু স্থিমিত হয়ে আসে; শুধু অপেক্ষা অন্যপাড়ে যাওয়ার জন্য।
একটি ঘুড়িও যেমন খেয়ালের পুতুল হিসাবে সুদূর আকাশে উড়িয়ে দেয়া হয়
আবার এক সময় ঠিকই ভূমিতে নেমে এসে পড়ে; কারণ সেটাই তার ঠিকানা।
একটি দেশকে অজস্র জীবন ও রক্ত দিয়ে স্বাধীন করার পিছনে একই কারণ
তার নিজের ভূমির স্বকীয়তা, আত্নমর্যাত, নিরাপত্তা শান্তি ও স্তিতি নিশ্চিত করার জন্য।
অবশেষে মানুষ সেই মূল্যবোধটুকুও হারিয়ে ছুটে চলছে আবেগের স্বর্গরাজ্যের পথে
কুড়িয়ে নিতে নিজের বিত্ত-বৈভব, ভোগ বিলাস, সুখ আর ক্ষনিকের আনন্দ।
এই বেশি পেতে গিয়েই বদলে যাচ্ছি আমরা, আমাদের ভাষা, সৌজন্যতাবোধ
বদলে যাচ্ছে সম্পর্ক, আদান-প্রদান, দায়-দায়িত্ববোধ, পারস্পরিক ভালোবাসা ও মমত্ববোধ।
এভাবেই প্রতিনিয়ত মানুষ হারিয়ে যাচ্ছে অতি আবেগের অজানা ঠিকানায়
বেলা শেষে এসে একরাশ দীর্ঘশ্বাস; জীবন তখন বুঝে শিকড় ছেড়ে জীবন এখন বিকল।
ভার্জিনিয়া, ইউ এস এ
সেপ্টেম্বর ১৭; ৩০২৩
May be art of ocean and water
All reactions:
Md Masud, Mohammed Zakir Hossain and 4 others