Monday, March 6, 2023

"বয়সে কি আসে যায়"

"বয়সে কি আসে যায়" 

মিজানুর ভূঁইয়া 


বয়স অর্ধ্বশত হয়েছে বটে 

হউকনা শত বছর পূর্ণ।  

দ্বিগ্বিজয়ে স্বকণ্ঠে তবুও উচ্চারিব 

জীবন মধুময় ও অনন্য। 

যে জীবন দিয়েছে বিধাতা 

আর পিতা মাতা। 

লালন করেছে অনেক যত্নে 

দিয়ে স্নেহ মমতা। 

আজ এই শুভজন্মলগ্নে 

কেমনে ভুলিবো তাদের কথা। 

জন্মেছি পৃথিবীতে পিতা মাতার 

আখাংকার কোন এক শুভক্ষণে। 

তাইতো এসেছি এই মধুময় ভুবনে 

সুন্দর ভূস্বর্গের আমন্ত্রণে। 

পিতা মাতা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা 

আনন্দে ভরা স্বর্গীয় কানন। 

জীবনের সকল শান্তির পরিপূর্ণতায় 

স্বার্থক হয়ে উঠে তখন জীবন। 

জীবনের আয়ু যতোই হউকনা ছোট 

মনের বাগানে ফুল ফুটাবো শত। 

বয়সের ভারে যদিও নুইয়ে যায় দেহখানা 

মনের জোরে আনন্দ ফুল ফুটুক। 

এভাবেই বার বার বছর ঘুরে জন্মদিন 

আনন্দ বার্তা নিয়ে আসুক।। 

*****************************

০৬ মার্চ ২০১৭ 

ভার্জিনিয়া ইউ এস এ

Wednesday, March 1, 2023

“প্রেম ও প্রার্থনা গান”

 “প্রেম ও প্রার্থনা গান”


ওগো পরশমনি 

পরশ করো আজ মোর কপোলে ll

তোমার আশীর্বাদ ঢালো মোর জীবনে l

দুঃখের যতো চিহ্ন সারা মন জুড়ে 

মুছে যাক সব তোমার করতলে ll

ওগো পরশমনি 

পরশ করো আজ মোর কপোলে। 

দুঃখ ভুলানো মায়াময় যতো ছন্দ আছে 

বলে যাও নিরবধি বসে মোর পাশে ll

গলে বয়ে মিলে যাক সব অদৃশ্য ধারায়। 

ওগো পরশমনি 

পরশ করো আজ মোর কপোলে। 

তোমার হাসির পুষ্পরেণু ছড়িয়ে দাও এই দেহে 

বেদনার ক্লান্ত অবসাদ ভরে উঠুক ফুল চন্দন হয়ে ll

আজ এই ক্ষনে জীবন হেসে উঠুক নতুন আনন্দ লয়ে l

ওগো পরশমনি 

পরশ করো আজ মোর কপোলে ll


রচনা: মিজানুর ভূইয়াঁ 

১লা মার্চ ২০২৩ 

ভার্জিনিয়া, ইউ এস এ