Monday, April 13, 2020

ঘর নয় পর  -আপন নয় ডর

"ঘর নয় পর-আপন নয় ডর"
মিজানুর ভূইয়াঁ

আমরা ঘরে ছুটে যাই
ঘর থেকে বাহিরে ছুটে যাই।
বাহিরে আমরা প্রয়োজনে অপ্রয়োজনে
এদিক সেদিক কতো ঘুরাঘুরি করি
আজকাল আমরা, ঘর থেকে বাহিরেই বেশি কাটাচ্ছি। ঘরমুখো চিন্তা যেনো নিতান্তই সেকেলে
তাই একটু আধটুকু ঘরে থেকেই আমরা ভীষণ হাঁফিয়ে উঠি।
ঘরের সেই মায়াভরা প্রেম একাগ্রতা নেই বলেই হয়তো
তাই অজুহাতে কিংবা বিনাঅজুহাতে
শুধুই বহির জগতে উল্কার মতো ছুটে বেড়াই।
ঘরের সেই স্নিগ্দ কোমল পরশ
আজকাল বড়ই দুষ্প্রাপ্য হয়ে উঠছে l
এখন আর আগের মতো মিলের দিন নেই
সবাই এখন কথা আর নিজ ফন্দির পাকা খেলোয়াড়।
তাই সমষ্টিক চিন্তাগুলো আজ ভীষণভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
মিলের চেয়ে অমিলগুলো বেশি প্রাধান্যতা পাচ্ছে। আজকাল একমত, একপথের চেয়ে নিজ নিজ পান্ডিত্ব ও অধিনায়কত্বতাই বেশি বেশি কাম্য
হেরে যাওয়া যেন মরে যাওয়া l
সেটা স্বামী স্ত্রী হউক কিংবা ছেলেমেয়ে এবং ভাই বোনের মধ্যেও।
পারস্পরিক সহনশীলতা, শ্রদ্ধা ভক্তি, ন্যায় নীতিবোধ আজকাল অদৃশ্য প্রায়
অন্যদিকে সমাজ এবং সামাজিকতায় যে অমিয় ভাবনা ছিল
তা আজকাল পরম স্বার্থ দ্বন্দে সামাজিক সম্পর্কের শৃঙ্খলাকে ভেঙে চুরমার করে দিয়েছে।
তাই মানুষ আজ অশান্ত, জীবন অশান্ত, ঘর অশান্ত, প্রকৃতি অশান্ত, সমাজ ও রাষ্ট্র অশান্ত
এবং স্বয়ং সৃষ্টিকর্তাও তাই চরম দ্বিধাগ্রস্ত।
মানুষ তার নিজ নিজ আসল শান্তি কোথায়
সেই বোধটুকু সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে।
মানুষের সেই বোধশক্তিকে পুনর্জাগরিত করার জন্যই
 হয়তোবা, শ্রষ্টা সমগ্র পৃথিবীর মানুষগুলোকে ঘরে আবার ফিরিয়ে এনেছে।
এখনই সঠিক সময়; নিজ নিজ ভ্রান্তিগুলোকে একবার চোখ খুলে তাকিয়ে বুঝে নেয়ার;
শান্তি নিজ নিজ মনে, নিজ ঘরে, সমাজ, রাষ্ট্র এবং একে অপরে ll
♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
১২ এপ্রিল ২০২০
ভার্জিনিয়া ইউ এস এ           

Saturday, April 11, 2020

"পরিবেশ রক্ষা আন্দোলন" 

"পরিবেশ রক্ষা আন্দোলন"
 মিজানুর ভূইয়াঁ মানুষ
যখন ব্যাবিচারে নির্মূল করছে
প্রাকৃতিক পরিবেশ আর বৃক্ষকূল l
পাখিরাও আজ তাই প্রতিবাদ মুখর
নিজেদের দাবী করবে উশুল l
বৃক্ষ ছেড়ে তাই আজ প্রতিবাদসভা
বসে বৈদ্যুতিক তারে l
সবাই মিলে করছে কঠিন যুদ্ধপণ
দেখা যাক কে জীতে; আর কে হারে l
পৈতৃক আবাসন মানুষ নিচ্ছে কেড়ে
তাওকি এতো সহজে দেয়া যায় ছেড়ে l
পাখিদের মনে তাই ভীষণ ক্ষোপ
থাকা যায়না আর একেবারেই চুপ l
মনে নিয়ে বজ্র কঠিন প্রতীজ্ঞা
ঘর ছেড়ে সবাই মিলেছে মহাসম্মেলনে l
লড়াই হবে এবার ভীষণ প্রতিরোধের
অগ্নিবাষ্প জেগেছে সবার মনে l
আর নয় পরিবেশ নিদন
তাই পাখিরাও সবাই মিলে নেমেছে আন্দোলনে l
প্রাকৃতিক পরিবেশ বাঁচলে বাঁচবে মানুষ;
বাঁচবে সকল প্রাণীর আহার ও জীবন ll
২৬ অক্টোবর ২০১৯
ভার্জিনিয়া ইউ এস এ