Tuesday, January 21, 2020

"দাম দিয়ে কিনেছি বাংলা"

"দাম দিয়ে কিনেছি বাংলা "
মিজানুর ভূঁইয়া

চোখের তারায় স্বপ্ন যেদিন বেঁধেছিলো বাসা,
সেদিন থেকেই মনের ভেতর এলো ভাষার আশা l
হাজার তোপের মুখেও বীর করেনি নত মাথা
বুক পেতে এগিয়ে গিয়েছে মানেনি কোনো বাধা l
আকাশ বাতাস কেঁদেছিলো শোকের মাতম করে
দস্যুরা সব নিচ্ছে আমার মুখের ভাষা কেড়ে l
ঢাকার বুকে তাক করেছে হাজার কামান সেনা
লুটেপুটে নিতে চায় মায়ের গলার  সোনা l
মা যে মোদের অভাগা নয়, রুখে দিতে পারে
পাক সেনারা সেই কথাটি বুঝেছে সেদিন হাড়ে হাড়ে l
কামান দাগিয়ে গুলি ছুড়ে পাকবাহিনী ভাষা কেড়ে নেবে
মায়ের ঘরের বীর সন্তান সহজে কি তা ছেড়ে দিবে l 
লাঠিশোঠা যার যা আছে হাতে তুলে নিলো
মায়ের ভাষার জন্য তারা নিজের বুক পেতে দিলো l
সালাম জব্বার রফিক শফিক অজানা অনেক শহীদ হলো
ঢাকার রাজপথ শহীদের রক্তে সেদিন হলো টলোমলো l 
মায়ের কাছে শেখা প্রথম ভাষা স্বর্গসুখে ভরা
মুখের সেই বুলি কেড়ে নেবে এমন আছে কারা l
অনেক আশার বর্ণমালা ভাসলো রক্তের স্র্রোতে
বাঙ্গালী জাতীর নিজ ভাষার স্বপ্ন কে তাহা রোধে l
জীবন দিলো বীরসন্তানেরা মায়ের ভাষার নামে
সেই গৌরবের ইতিহাস সবাই আজ বিশ্বজুড়ে জানে l  
গর্বিত আজ বীর বাঙ্গালী নিজ ভাষা রক্ত দিয়ে কেনা
এমনতর ত্যাগের ইতিহাস দুনিয়াজুড়ে নাই কারো জানা l
দাম দিয়ে কিনেছি বাংলা, মায়ের মুখের ভাষা
গর্বেভরা বুকে তাই ; ফুটে উঠে হাজার রকম আশা l
******************************

ভার্জিনিয়া, ইউ এস এ
 ২১সে জানুয়ারী ২০২০