Saturday, September 21, 2019

"সোঁনার গাঁও"

"সোঁনার গাঁও"
মিজানুর ভূইয়াঁ

ছায়া ঢাকা মধুর গাঁও
একবার এসে দেখে যাও l
আজও সেথায় শান্তি ভারি
মন ছুটে যায় শহর ছাড়ি l
সহজ সরল জীবন গাঁথা,
প্রীতির ডোরে জীবন বাঁধা l
মেঠো পথের ধূসর ধূলায়
যান্ত্রিকতার ক্লান্তি ভুলায় l
প্রাণ বাঁধা রয় প্রাণের ডোরে
অল্প পেয়েই মন তৃপ্তিতে ভরে l
নেই সেথায় কোনো ছলাকলা
জীবন পথে সহজ চলা l
ছায়া শীত কোমল হাওয়া
ছড়িয়ে আছে প্রকৃতির মায়া l
অল্পতেই মন ভেজায় খুশি
এর চেয়ে আর চাই কি বেশি l
নদ নদীই পুকুর ঝিলের পাড়ে
জোস্না,রাতে আলোয় ভরে l
মন ছুটে যায় সেথায় চলে
সারারাত বসে গল্প বলে l
সবুজ গাছের উঁচু ডালে
মন ভুলানো পাখি ডাকে l
স্নিগদ্ধ আলোয় ভোর সকালে
পূব আকাশে সোনালী সূর্য হাসে l
সবুজ ছায়ায় ছোট্র একটি কুঠিঘর
মিলেমিশে শান্তি সেথায় জীবন ভর l
মন ছুটে যায় সেই সোঁনার গা'য়ে
শ্যামল ছায়া নিবিড় কোমল মায়া
ডাকছে আজও হাত ছানি দিয়ে ll
************************
২১ সেপ্টেম্বর ২০১৯
ভার্জিনিয়া ইউ এস এ                   

Saturday, September 14, 2019

"অন্তঃশক্তি



"অন্তঃশক্তি"
মিজানুর ভূইয়াঁ


সুন্দর মাঝে সুন্দর খোঁজ
অন্তরটুকু বিকশিত করো। ...

অন্তর মাঝে খোঁজ আলো
মন ততই লাগবে ভালো।
বিপদে না যেয়ো হারিয়ে
আত্নবিশ্বাস দিতে হবে বাড়িয়ে।
নিজ মনে অদম্য শক্তি ধরো
কঠিনকে তা দিয়ে সহজ করো।
সংকটকে পরাজিত করো
বিজয়ের সংকল্পে লেগে পড়ো।
দেহমনে প্রশান্তির ঝর্ণাধারা,
দুঃচিন্তা সব হয়ে যাবে সারা।
আধার যতই আসুক ধেয়ে
মনের আলো দ্বিগুন দিবে বাড়িয়ে।
তোমার শক্তি তোমারেই কাছে
শান্তির দূত নিজ মন মাঝে।
জাগিয়ে তোলো সেই প্রাণশক্তি
তাতেই আনন্দ তাতেই মুক্তি। ।
******************
সেপ্টেম্বর ১৩ ২০১৯
ভার্জিনিয়া ইউ এস এ