Thursday, October 18, 2018

"ধুম্র  জীবন" 

"ধুম্র  জীবন"
মিজানুর ভূঁইয়া

সর্ষের ভেতর ভূত আছে
সেই ভাবনাতেই থাকো সদা অস্থির l
ভূতের ভাবনাতেই তোমার কাটে দিনরাত
ঝাড় ফুঁক করো শুধু ডেকে পীর ফকির l
অলীক চিন্তায় দুঃসহ মগজ
সারা দেহে পরে থাকো তাবিজ কবজ l
ধোঁয়াটে করে ঘর; খোঁজ পেত্নী আর জীন
এভাবেই অশুভ ভাবনায় কাটে রাতদিন l
শুভ সুন্দর মন থেকে অনেক দূর
তাইতো ভেতর থেকে কখনোই কাটেনা ঘোর l
ধূপের ধোঁয়ায় আচ্ছন্ন চারিদিকে
সত্য ও সুন্দর হারিয়েছে অন্ধকারে l
মানবীয় মায়া নেই আর দিলে
শান্তির দূতকে করেছো বিদায় ঝাঁটা মেরে l
নিজ শান্তি বিদ্যমান প্রত্যেকের নিজের তরে
বুকের ভেতর হাত দিয়ে দেখো l
ভীতিহীন প্রীতিময় শান্তি তোমার মনের ঘরে l
যাহা তুমি সদাই খুঁজে ফিরো
অদ্ভুত পঙ্কিল ঐ অলীক ধুম্রাচ্ছন্ন ভূতের তরে l
****************************************
ভার্জিনিয়া ইউ এস এ
অক্টোবর ১৮ ২০১৮