Monday, November 20, 2017

"জীবন ও শেষ পরিণতি"

"জীবন ও শেষ পরিণতি"
মিজানুর ভূইয়াঁ


জীবন কি এভাবেই থেমে যাবে
দুঃসময়ের দুঃস্বপ্ন বুকে নিয়ে।
দুর্গম পথে দূর্বার গতিতে চলা
থেমে যেতে চায় যেনো এই বাঁকে।
জীবনের সব আশাগুলো
প্যাঁজা তুলোর মতো উড়ে যায় অজানা পথে।
সবাক কণ্ঠ ধীরে ধীরে
স্থিমিত হয়ে অবশেষে হয়ে যায় নির্বাক।
বুকের ভেতরে কষ্টের বিষবাস্প
কুন্ডুলি পাকিয়ে জমাট বাঁধে।
সজীব নিঃশ্বাস বিষাক্ত ধোঁয়া হয়ে
ভাঁজ হয়ে পড়ে থাকে বুকের ভেতর।
চোখের প্রসারিত আলোক রশ্নিগুলো
সংকুচিত হয়ে ধীরে ধীরে আঁধারে মিলায়।
যে বাহুবেষ্টনীতে প্রিয়তমের সান্নিধ্য আর ভালোবাসা
সেই বাহুগুলো হয়ে যায় জড়াজীর্ণতায় নিঃস্তেজ।
দু'চরণের দুর্বার বিরামহীন পথ চলা
নিস্তেজ হয়ে পড়ে থাকে ঘরের কোণে।
পৃথিবীর সব আনন্দ আর সুন্দরগুলো
মলিনতায় ভেসে আসে ধূসর চোখে।
সঙ্গতায় পাশে সঙ্গীও যখন নিঃষ্প্রাণ অথবা নেই
জীবন তখন তুমুল সংকটে নিপতিত।
হাজারো কলরব আর প্রাণচাঞ্চল্যতায় মুখরিত জীবন
মুখথুবড়ে পড়ে থাকে; কোনো এক নির্জন ঘরের কোণে।
এখনই বিদায় নিতে প্রস্তুত ভূবনলীলা হতে,
জীবনের শেষ পরিণতি বুঝি এভাবেই আসে
এই সুন্দর দেহটুকু অবশেষে যায় ধুলায় মিশে।।

-------------------------------------------
২০ নভেম্বর ২০১৭ 
ভার্জিনিয়া ইউ এস এ
  

Thursday, November 9, 2017

মিথ্যে তাশের ঘর 

মিথ্যে তাশের ঘর বানিয়ে
নিজে নিজে সাজছো রাজা রানী।
আসবে সেদিন, নয় বেশীদিন
তুমি খাবে ঘোলা পানি ।
সব রঙিন স্বপ্ন ভেঙ্গে গিয়ে
দুচোখেতে পড়বে তোমার ছানি ।
এদিক সেদিক হাত পেতেও
পাবেনা কোনো কুল খুঁজে জানি।
নিজের রাজ্যে নিজেই রাজা
কেউ মানুক কিংবা না ।
সেদিন আর দুরে নয় বেশি
নিজের হাতে লিখবে নিজের মৃত্যু পরওয়ানা ।
----MB